দ্রুত বির্যপাত সমস্যায় ভুগছি, ৩০ বছর ধরে।বয়স এখন ৪৫। সমাধান আছে কি?
এই সমস্যায় আপনি ৩০ বছর যাবৎ ভুগছেন কথাটা বিশ্বাসযোগ্য নয় ।আপনার কথায় বুঝা যাচ্ছে সমস্যাটি আপনার শারীরিক নয় মানসিক।
আপনার যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব রয়েছে ।
নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়ান দেখবেন সব ঠিক হয়ে গেছে ।তাছাড়া আপনার পূর্ণ সেক্স বিষয়ে অভিজ্ঞতা হয়তোবা কম ।ডাক্তারি ভাষায় পূর্ণ সেক্স বলতে এভারেজ তিন থেকে পাঁচ মিনিট কে বোঝায় ।
এখন আপনার প্রতি এই সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি মনে করেন আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে।তাহলে বুঝে নেব সমস্যাটা আপনার শারীরিক নয় মানসিক ।আমরা পর্ন সাইটে যে সকল লং সেক্স ভিডিও দেখে থাকি এগুলো মূলত এডিটিং ।
এখন আপনি এ সমস্ত ভিডিও দেখে নিজের আত্মবিশ্বাস হারাবার কোন কারণ নেই ।তারপরেও যদি আপনার বিশেষ সন্দেহ থেকে থাকে তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ।
0 Comments