মেয়েদের সম্পর্কে অজানা তথ্য, মেয়েদের অজানা তথ্য, মেয়েদের সম্পর্কে অজানা ও অবাক করা মজার তথ্য, মেয়েদের সম্পর্কে কিছু জানা-অজানা

মেয়েদের সম্পর্কে অজানা তথ্য, মেয়েদের অজানা তথ্য, মেয়েদের সম্পর্কে অজানা ও অবাক করা মজার তথ্য, মেয়েদের সম্পর্কে কিছু জানা-অজানা

 ১. মেয়েদের সারপ্রাইজ অনেক পছন্দের। একজন পুরুষ একটি পার্টীতে ক্লান্ত হলেও, কিছু কিছু মেয়ে আছে যারা এইসবে মোটেও ক্লান্ত হয় না।

২. আপনি কি জানেন, মেয়েরা সবসময় বয়ফ্রেন্ডের হাতে হাত রাখতে বেশি পছন্দ করে। তার মনে সবসময় প্রেমভাবে পূর্ণ থাকে। বিশেষকরে কোথাও বসে থাকার সময়, বা একসাথে চলার সময় তারা হাতে হাত রেখে চলাই বেশি পছন্দ করে।

৩. যদি কোনো মেয়ে আপনাকে বলে, যে এই ড্রেসটিতে আপনাকে দারুণ লাগছে, তার মানে এটা দ্বারায় যে, সে আপনাকে এই ড্রেসেই বরাবর দেখতে পছন্দ করে।


৪. মেয়েরা সেই সমস্ত ছেলেদের একদমই পছন্দ করে না, যারা খুব ফ্লাট করে। তাই আপনি যদি কোনো মেয়ের সাথে ফ্লাট করেন, তাহলে কিন্তু বন্ধু আপনাকে আজই এই অভ্যাসটি ছাড়তে হবে।

৫. মেয়েরা নিজেদের গুণগান শুনতে বেশি পছন্দ করে। এমনকি আপনি যদি তার সম্বন্ধে উৎসাহ মূলক মিথ্যা কথাও বলেন তবুও সে প্রশংসায় এতটাই ডূবে পড়ে যে, আপনি যে তাকে মিথ্যে কথা বলছেন, সেটি সে বুঝতেই পারেনা।

৬. মেয়েদের সাধারণত সেই সমস্ত ছেলেরাই পছন্দ যারা, তার পছন্দ এবং অপছন্দের প্রতি একটু বেশি খেয়াল রাখে।

৭. মেয়েরা সেই সমস্ত লোকেদের একদমই পছন্দ করে না, যারা একই কথা তাকে বাড়বার বলে।

৮. ছেলেদের তুলনায় মেয়েরা তাদের প্রথম প্রেম বেশিদিন মনে রাখে।

৯. ছেলেদের মত মেয়েরা তাদের ভালোবাসা কারও প্রতি সরাসরি প্রকাশ করে না। সে কিছু ইশারার মাধ্যমে ছেলেটিকে বলতে চায় বা অন্য কোনো রাস্তা অবলম্বন করে।

১০. মেয়েরা তাদের জীবদ্দশায় গড়ে প্রায় 2 কিলো ৭০০ গ্রাম LIPSTICK পরিধান করে।


১১. ছেলেদের তুলনায় মেয়েদের ঘ্রাণশক্তি বেশি।

 ১২. কথায় আছে মেয়েদের পেটে কথা থাকে না। কিন্তু আপনি কি জানেন যে, একটি গবেষণায় দেখা গেছে যে, কোনো মহিলা একটি কথা সর্বোচ্চ গড়ে প্রায় ৪৭ ঘণ্টা ১৫ মিনিট পর্যন্ত গোপন রাখতে পারে।

১৩. আমেরিকার মত উন্নত দেশগুলিতে প্রায় ৪০% মেয়েই বিয়ের আগেই মা হয়ে যায়।

১৪. মেয়েদের মন বোঝা কেবলমাত্র মুশকিলই নয়, এককথায় অসম্ভব। তারা কখন কি ভাবে, নিজেও জানে না।

১৫. ছেলেদের তুলনায় মেয়েরা গড়ে কম মিথ্যে কথা বলে। কারণ তাদের কাছে, সম্পর্ক নামক জিনিসটির অনেক মূল্য আছে।

১৬. মেয়েরা সাধারণত সেই সমস্ত ছেলেদের সাথেই বন্ধুত্ব করতে বেশি পছন্দ করে, যে সমস্ত ছেলেদের কনফিডেন্স লেভেল অনেক বেশি।


১৭. মেয়েরা অনেকটা গোয়েন্দা টাইপের হয়। আপনার কোন কথায় কতটা খুদ রয়েছে, তা তারা কখন যে, বেড় করে নিবে, আপনি কিছুই ধরতে পারবেন না।

১৮. মেয়েদের মাথায় বেশিরভাগ সময় কোন চিন্তাটি ঘোরে জানেন? কিভাবে নিজেকে আরও বেশি সুন্দর করা যায়।

১৯. মেয়েরা সবসময় চায়, তার বয়ফ্রেন্ড যেন, বাদবাকি ছেলেদের তুলনায়, একটু বেশি হ্যান্ডসম থাকে।

২০. ছেলেদের তুলনায় মেয়েদের হৃদস্পন্দন বেশি বার হয়ে থাকে।

<
২১. যদিও ছেলেদের তুলনায় মেয়েরা শপিং বেশি করে, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা টাকা সঞ্চয়ের দিক থেকে এগিয়ে রয়েছে।

২২. WOMAN শব্দটির উৎপত্তি WYFMAN শব্দটি থেকে হয়েছে। যার অর্থ হল- WIFE OF MAN.

২৩. মেয়েরা যদি দেখে সে, যে ড্রেসটি পড়ে আছে, ঠিক সেরকমই ড্রেস কেউ পড়ে আছে, তখন তার মনে প্রচুর হিংসা হয়।

২৪. এখন পর্যন্ত মা হওয়া সবথেকে ছোট্ট মহিলার উচ্চতা রেকর্ড করা হয়েছিল- ২ ফুট ৪ ইঞ্চি।

২৫. যখন কোনো ছেলে এক সপ্তাহের জন্য বাইরে কোথাও ঘুরতে যায়, তখন সে গড়ে প্রায় ৫টী ড্রেস নেয়। অপরদিকে কোনো মেয়ে যদি এক সপ্তাহের জন্য বাইরে যায়, তাহলে সে গড়ে প্রায় ২১ টি ড্রেস সঙ্গে নেয়। কারণ সে, নিজেই জানে না যে সে কি পড়বে!

২৬. পৃথিবীর সবথেকে কম বয়সী তালাক প্রাপ্ত মেয়ের নাম হল- নুজুদ আলি। মাত্র ১০ বছর বয়সে তিনি তালাক প্রাপ্ত হন।


২৭. আপনি কি জানেন গোটা পৃথিবীতে প্রতিদিন প্রায় ১৬০০ জন মহিলা সন্তান জন্মদান করার সময় মারা যায়। আর এই ঘটনা সবথেকে বেশি ঘটে থাকে উন্নয়নশীল দেশগুলিতে।

২৮. মেয়েরা সামান্য কথাতেই খুব বেশি বেশি ভেবে ফেলে।

২৯. সৌদিআরবের আইন অনুসারে, আপনার স্ত্রী যদি আপনার কাছে কফি খেতে চায়, আর আপনি যদি মানা করেন, তাহলে আপনার স্ত্রীর পুরো অধিকার আছে আপনাকে তালাক দেওয়ার।

৩০. মেয়েরা ছেলেদের তুলনায় বেশি চোখ বন্ধ করে।

৩১. ছেলেদের তুলনায় মেয়েদের গড় আয়ু অনেক বেশি হয়। কারণ ছেলেদের তুলনায় মেয়েদের অনাক্রমনতা বেশি হয়ে থাকে।

৩২. এই পৃথিবীতে গড়ে প্রায় ২৭% মহিলার মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে থাকে। আর গড়ে প্রায় ১২% মহিলার মৃত্যু হয়ে থাকে ক্যান্সার আক্রান্ত হয়ে।

৩৩. পৃথিবীর সবথেকে বেশি সন্তানের জন্মদাত্রী মায়ের রেকর্ডটি রয়েছে, একজন রুশ মহিলার অধিকারে। তার সর্বমোট ৬৯ টি সন্তান ছিল। এর মধ্যে সাতজনের জন্ম তীগড়ী (অর্থাৎ একবারেই তিনজন), আর বাকিরা স্বাভাবিক ভাবেই জন্ম নিয়েছিল।

৩৪. প্রতি বছর গড়ে প্রায় সারা পৃথিবীতে ১ কোটি ৪০ লক্ষ কিশোরী মেয়ে গর্ভবতী হয়। আর এদের মধ্যে ৯০%-ই উন্নয়নশীল দেশগুলিতে হয়ে থাকে। আর লোকলজ্জার ভয়ে এই সমস্ত ঘটনা বেশি সামনে আসে না। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থায় ভ্রূণকে হত্যা করা হয়।

৩৫. ব্রিটেনের মহিলাদের গড়ে প্রায় ১৯ জোড়া জুতো থাকে। আর এদের মধ্যে মাত্র ৭ জোড়াই তাদের কাজে লাগে। আর তারা তাদের জীবনে গড়ে প্রায় ১১১ টি হ্যান্ডব্যাগ ক্রয় করে।

৩৬. এক বছরে মহিলারা গড়ে প্রায় ৩০-৬৪ বার কান্না করে। কিন্তু পুরুষেরা গড়ে প্রায় ৬-১৭ বার কান্না করে।

৩৭. একটি মজাদার কথা বলি- প্রতিদিন মহিলারা গড়ে প্রায় ২০০০০ শব্দ ব্যবহার করে, যেখানে পুরুষেরা গড়ে দিনে প্রায় ১৩০০০ শব্দ ব্যবহার করে।


৩৮. একটি সার্ভে অনুসারে, গর্ভাবস্থায় যে সমস্ত মহিলারা নাক ডাকেন, তাদের শিশু বাকি শিশুদের তুলনায় আকারে ছোট্ট হয়।

৩৯. পৃথিবীতে গড়ে প্রায় প্রতি ৯০ সেকেন্ডে ১ জন মহিলা সন্তান জন্মদানের সময় মারা যাচ্ছে।  

৪০. ভারতের মহিলারা গড়ে বছরে বাড়িতে কত টাকার কাজ করে জানেন? প্রায়-৬.৮ লক্ষ কোটী টাকার( সর্বমোট)

৪১. যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুসারে- পূর্ববর্তী ৫০ বছরে গোটা পৃথিবীতে প্রায় ১৪.২৬ কোটি মহিলা হারিয়ে গিয়েছেন। আর সবথেকে বড় দুঃখের ব্যাপার হল- এর মধ্যে ৪.৫৮ কোটি জনই ভারতের।  

৪২. বিশ্বে সবথেকে বেশি ব্ল্যাকমেল এর শিকার কারা হয় জানেন? ভারতীয় পুরুষেরা। কে করে এই ব্ল্যাকমেল? মহিলারা হ্যাঁ ঠিকই পড়েছেন। মহিলারা ঘনিস্ত মুহূর্তের ছবি তুলে রেখে পুরুষদের ব্ল্যাকমেল করে। কথাটি গায়ে লাগলেও এটিই সত্য।

0 Comments

Advertisement 2

Advertisement 3

Advertisement 4