লিঙ্গ ছোট কিংবা বড় হয় বেশি কিছু কারণে
লিঙ্গ বেশ কয়েকটি কারণে ছোট হয়। তবে প্রায় ৮৫% যুবক লিঙ্গ ছোট হওয়ার জন্য জেনেটিক বা বংশগত কারন হিসেবে মনে করেন। তাছাড়াও বিভিন্ন নিম্ন বর্ণিত কারণে লিঙ্গ ছোট হয়ে যেতে পারেঃ
১। বংশগত কারণঃ
বংশগত কারণে লিঙ্গের আকারের তারতম্য ঘটে।
২্। হস্তমৈথুনঃ
হস্তমৈথুন যদি কিশোর বয়স অর্থ্যাৎ ১৩/১৪ বছর থেকেই কিংবা নবযৌবন থেকেই করা হয় প্রতিনিয়ত তাহলে লিঙ্গ ছোট হয়ে যায়। কেননা অতিরিক্ত হস্তমৈথুনের ফলে লিঙ্গের মধ্যে রক্ত চলাচল করতে ব্যাঘাত ঘটে এবং টিস্যুগুলো বেড়ে উঠতে পারে না।
৩। ভুল চিকিৎসাঃ
নবযৌবনকালে ছেলেদের সাধারণ যৌনাকাঙ্খা অতিরিক্ত বেশী হওয়ায়, সারাক্ষন যৌন চিন্তা, পর্ণ ভিডিও, নারীর সান্নিধ্য পাওয়া আকাঙ্কায় ছেলেদের লিঙ্গ দিয়ে এক ধরণের রস নির্গত হয়। যার ফলে গ্রাম্য চিকিৎসা, কবিরাজ, বাজারে হকারের কাছে থেকে ঔষুধ কিনে সেবনে শারীরিকভাবে সমস্যার সৃষ্টি হয়।
ছেলেদের কিছু কঠিন যৌন রোগ:
গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস ছাড়াও ক্লামাইডিয়া, যৌনাঙ্গে আঁচিল, ট্রাইকোমোনিয়াসিস, হেপাটাইটিস বি এর মধ্যে অন্যতম
লিঙ্গ বড় ও মোটা করার উপায়ঃ
লিঙ্গ বড় ও মোটা করার জন্য বেশ কয়েকটি ব্যায়াম রয়েছে। তন্মধ্যে পরীক্ষিত কিছু ব্যায়াম যা আপনার লিঙ্গকে তুলনামূলকভাবে বড়, মোটা ও শক্তিশালী করে তুলবে। যেমন-
১. ম্যাসেজ ব্যায়াম পদ্ধতি।
২. পেনিস থেরাপী পদ্ধতি।
৩.জেলকিং ব্যায়াম পদ্ধতি।
৪.স্ট্রেটিং ব্যায়াম পদ্ধতি।
0 Comments