#Post ADS3

advertisement

যেতে হবে না পাম্পে, বাড়িতেই প্লাস্টিক দিয়ে তৈরি করুন পেট্রোল, জানুন সহজ পদ্ধতি ।। Health City Life

যেতে হবে না পাম্পে, বাড়িতেই প্লাস্টিক দিয়ে তৈরি করুন পেট্রোল, জানুন সহজ পদ্ধতি ।। Health City Life

যেতে হবে না পাম্পে, বাড়িতেই প্লাস্টিক দিয়ে তৈরি করুন পেট্রোল, জানুন সহজ পদ্ধতি ।। Health City Life

পেট্রোল চান? কিন্তু, বাড়ি থেকে পাম্প অনেক দূর? আপনার সমস্যার সমাধান করতে এই প্রতিবেদনে নিয়ে এসেছি এমন উপায়, যা ধাপে ধাপে অবলম্বন করলে বাড়িতেই পেট্রোল তৈরি করতে পারবেন।

উপকরণ:

প্রেসার কুকার (Pressure Cooker)
বল ভাল্ভ (Ball Valve)
ব্রাশ টি বার্ব (Brass Tee Barb)
গ্যাস পাইপ (Gas Pipe)
গ্যাস উনুন (Gas Stove)
হোস ক্ল্যাম্প (Hose Clamp)
গ্যাস কন্টেনার (Gas Container)
একটি কালো টায়ার

কীভাবে বাড়িতেই প্লাস্টিক থেকে পেট্রোল বানাবেন?


সাড়ে ৬ লিটারের একটি প্রেসার কুকার নিয়ে সেটির মুখে একটি গ্যাস পাইপ লাগাতে হবে হোস ক্ল্যাম্পের সাহায্যে। তারপরে একটি খালি কন্টেনার ও একটি জলভর্তি প্লাস্টিকের বোতল নিয়ে, প্রত্যেকটিতে দুটো করে ফুটো করে, প্রত্যেকটা ফুটোতে তামার পাইপ লাগাতে হবে। এক্ষেত্রেও হোস ক্ল্যাম্প ব্যবহার করে গ্যাস পাইপ লাগিয়ে নিতে হবে। পাইপগুলো এমনভাবে লাগাতে হবে যেন প্রেসার কুকার, প্লাস্টিক কন্টেনার ও প্লাস্টিক বোতল পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে।

তারপরে একটি ব্রাশ টি বার্ব নিয়ে, সেটির একটি মুখে প্লাস্টিকের বোতল থেকে আগত পাইপ লাগাতে হবে। অপর মুখে কালো টায়ার থেকে আগত গ্যাস পাইপ লাগাতে হবে। এর তৃতীয় মুখে অপর একটি গ্যাস পাইপ লাগাতে হবে, যেটার অপর মুখ বল ভাল্ভের সঙ্গে সংযুক্ত থাকবে এবং সেটি উন্মুক্ত থাকবে।

এবার, প্রেসার কুকারে প্লাস্টিক ভরে গ্যাস ওভেন চালিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে প্লাস্টিকের বোতল থেকে জল কমছে এবং কালো টায়ারটি ফুলে উঠছে। এইভাবে প্রায় ৩০ মিনিটের মতো রেখে দিলে দেখা যাবে, প্রেসার কুকারের মুখ থেকে পাইপ বয়ে রঙিন তরল পদার্থ প্লাস্টিক কন্টেনারে জমা পড়ছে। পরীক্ষা করার জন্য কোনো কাগজে আগুন ধরিয়ে এই তরল পদার্থকে ঢেলে দিলে দেখা যাবে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে।


#যেতে হবে না পাম্পে, বাড়িতেই প্লাস্টিক দিয়ে তৈরি করুন পেট্রোল, জানুন সহজ পদ্ধতি ।। Health City Life যেতে হবে না পাম্পে, বাড়িতেই প্লাস্টিক দিয়ে তৈরি করুন পেট্রোল, জানুন সহজ পদ্ধতি ।। Health City Life যেতে হবে না পাম্পে, বাড়িতেই প্লাস্টিক দিয়ে তৈরি করুন পেট্রোল, জানুন সহজ পদ্ধতি যেতে হবে না পাম্পে, বাড়িতেই প্লাস্টিক দিয়ে তৈরি করুন পেট্রোল, জানুন সহজ পদ্ধতি

Post a Comment

0 Comments

advertisement

advertisement