Subject :Food & Fitness: Bengali Cooking Recipe Breakfast with Sujir, Very Easy Breakfast with Sujir Cooking Recipe, Ranna Recipe Breakfast with Sujir, Breakfast with Sujir in Cooking Food Recipes Today, Learn Fun Cooking Breakfast with Sujir Cooking, Cooking Tips Breakfast with Sujir,
সকালের জলখাবারে কি হবে সেই নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয় বাড়ির মা-ঠাকুমাদের। তবে আজ আপনাদের ১ কাপ সুজি দিয়ে অসাধারণ একটি জলখাবার রেসিপি বলবো। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন।
উপকরণ:
১.সুজি
২.নুন
৩.চিনি
৪.চিলিফ্লেক্স
৫.বাঁধাকপি
৬.ধনেপাতা কুচি
৭.টমেটো কুচি
৮.পেঁয়াজ কুচি
৯.গরম মসলা গুঁড়ো
১০.সাদা তেল
প্রনালী:
Recipe: সুজি দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই সকালের জলখাবার, শিখে নিন রেসিপি
প্রথমেই একটি মিক্সিং জারে ২০০ গ্রাম সুজি, কিছুটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে। এরপর ওই মিশ্রনে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে পাতলা করে নিতে হবে।
Recipe: সুজি দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই সকালের জলখাবার, শিখে নিন রেসিপি
তারপর এরমধ্যে স্বাদমতো নুন, ১/২ চামচ চিনি, ১ চা চামচ চিলি ফ্লেক্স, কিছুটা বাধাকপি, কুচনো পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটি ফ্রায়িং প্যানে সামান্য তেল ব্রাশ করে প্যানে দিয়ে চারিদিকে ছড়িয়ে নিতে হবে।
Recipe: সুজি দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই সকালের জলখাবার, শিখে নিন রেসিপি
তারপর উপরের দিকটা শুকিয়ে এলে উল্টে নিতে হবে। এরপর দু-পিঠ ভালো করে ভেজে ফোল্ড করে নামিয়ে নিলে একেবারে তৈরি অসাধারণ জল খাবার।
You Can Email Us Questions & Comments: info@healthcitylife.com
0 Comments