#Post ADS3

advertisement

চর্বি ও প্রাণিজ খাবার বেশি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি হতে পারে, ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার: কী লক্ষণ দেখে বোঝা যাবে

চর্বি ও প্রাণিজ খাবার বেশি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি হতে পারে ।। Health City Life

চর্বি ও প্রাণিজ খাবার বেশি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি হতে পারে ।। Health City Life

চর্বি ও প্রাণিজ খাবার বেশি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি হতে পারে, ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার: কী লক্ষণ দেখে বোঝা যাবে


স্তন ক্যানসার সুরক্ষায় ২০ বছর বয়স থেকে প্রতিমাসে একবার স্তন স্ক্রিনিং করার পরামর্শ দিয়েছেন স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ রাসকিন।

সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. রাসকিন বলেন, ‘চর্বি ও প্রাণিজ খাবার বেশি খাওয়া ও অতিরিক্ত ওজন এই স্তন ক্যান্সার মরণব্যধির কারণ। নিঃসন্তান নারী ও ৩০ বছরের পরে সন্তান নেওয়া নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি। এজন্য স্তন ক্যানসার সুরক্ষায় ২০ বছর বয়স থেকে প্রতিমাসে একবার স্তন স্ক্রিনিং করুন। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে স্তন ক্যানসার নিরাময় শতভাগ সম্ভব।’

তিনি বলেন, ‘দেশের ৮০ ভাগ নারী স্তন ক্যানসার সম্পর্কে জানেন না। আর যে ২০ ভাগ জানেন তারাও নিয়মিত চেকআপ করান না। অনেক নারী স্ক্রিনিং না করার কারণে যথাসময়ে এ রোগ শনাক্ত হয় না। ফলে মৃত্যু অবধারিত হয়ে পড়ে।’

অনুষ্ঠানে গবেষক ড. হালিদা হানুম আখতার বলেন, ‘বিবিএস তথ্যানুযায়ী ৭২ শতাংশ নারী নির্যাতিত বিভিন্নভাবে। আর এই নারী যখন অসুস্থ হয়ে যায় তখন কি অবস্থা হয় তা বলার মতো নয়। প্রতি ৫ হাজারে ১ জন নারী ব্রেস্ট ক্যানসারে ভোগেন। ৬০ শতাংশ নারী জরায়ু ক্যানসার সম্পর্কে জানেন আর ২৪ শতাংশ স্তন ক্যানসার সম্পর্কে জানেন। এছাড়া ডায়াগনোসিস ও স্ক্রিনিং সম্পর্কে খুব অল্প নারীই জানেন। স্তন ক্যানসারে নারী সচেতনতার সঙ্গে সঙ্গে পুরুষদেরকেও জানাতে হবে। তাদেরকে সচেতন করতে হবে আগে।’

ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ রাসকিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, অধ্যাপক মোজাহেরুল হক, অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, ড. হালিদা হানুম আখতারসহ মোর্চার অন্তর্ভুক্ত প্রতিনিধিরা।

#চর্বি ও প্রাণিজ খাবার বেশি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি হতে পারে ।। Health City Life চর্বি ও প্রাণিজ খাবার বেশি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি হতে পারে ।। Health City Life চর্বি ও প্রাণিজ খাবার বেশি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি হতে পারে চর্বি ও প্রাণিজ খাবার বেশি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি হতে পারে

Post a Comment

0 Comments

advertisement

advertisement