জেনে নিন পায়ের পাতা দিয়ে দুটি বিপজ্জনক রোগের লক্ষণ প্রকাশ

জেনে নিন পায়ের পাতা দিয়ে দুটি বিপজ্জনক রোগের লক্ষণ প্রকাশ ।। Health City Life

জেনে নিন পায়ের পাতা দিয়ে দুটি বিপজ্জনক রোগের লক্ষণ প্রকাশ ।। Health City Life



যেকোনো কঠিন রোগই প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তার চিকিৎসা করা সহজ হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই লক্ষণগুলো না বুঝতে পারার ফলে রোগ ধরা পড়তে দেরি হয়ে যায়।

জানেন কি, ডায়াবেটিস ও মেলানোমার মতো বিপজ্জনক দুটি রোগের উপসর্গ অনেক সময় প্রকাশ পায় পায়ের পাতায়। অথচ তা জানা নেই বলে সেই লক্ষণগুলো উপেক্ষা করেন মানুষ।

ডায়াবেটিসের লক্ষণ এক নয়, একাধিক। বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের লক্ষণগুলো পায়ের পাতায় ফুটে ওঠে। কী কী দেখে হতে হবে সতর্ক? চলুন জেনে নেয়া যাক- 

>> পায়ের পাতা বিনা কারণে মসৃণ ও চকচকে হয়ে যাওয়া

>> পা ও পায়ের পাতার লোম উঠে যাওয়া

>> পা ফোলা

>> পায়ের ঘা ও ক্ষত না শুকানো

>> পা অসাড় হয়ে আসা

>> হাঁটা চলা করা কিংবা বসে থাকাকালীন পায়ের পেশিতে টান লাগা

>> পায়ে ঘাম না হওয়া

অপর দিকে মেলানোমা সবচেয়ে বিপজ্জনক ত্বকের ক্যান্সারগুলোর মধ্যে অন্যতম। এই রোগের অন্যতম প্রধান উপসর্গ হলো কোনো একটি তিলের আকস্মিক রূপবদল। পায়ের মেলানোমা সাধারণত নখ ও পায়ের পাতার তলায় দেখা যায়। তবে যেকোনো স্থানেই এই রোগ দেখা দিতে পারে। পায়ের নখের তলায় ক্ষত তৈরি হওয়া, পায়ের নখ লম্বালম্বি ভেঙে যাওয়া এই রোগের লক্ষণ হতে পারে। অনেক সময় পায়ের পাতা কুঁকড়ে যেতে পারে। এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে তাই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার।

#জেনে নিন পায়ের পাতা দিয়ে দুটি বিপজ্জনক রোগের লক্ষণ প্রকাশ ।। Health City Life জেনে নিন পায়ের পাতা দিয়ে দুটি বিপজ্জনক রোগের লক্ষণ প্রকাশ ।। Health City Life জেনে নিন পায়ের পাতা দিয়ে দুটি বিপজ্জনক রোগের লক্ষণ প্রকাশ জেনে নিন পায়ের পাতা দিয়ে দুটি বিপজ্জনক রোগের লক্ষণ প্রকাশ

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies