দেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধির মূল কারণ ছানি , ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধিতার মূল কারণ ছানি

দেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধির মূল কারণ ছানি ।। Health City Life

দেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধির মূল কারণ ছানি ।। Health City Life



মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। কিন্তু এ বিষয়ে সাধারণ মানুষ উদাসীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, বিশ্বে প্রায় ৪ কোটি মানুষ নিবারণযোগ্য অন্ধত্বের শিকার। এ ছাড়া দৃষ্টিহীন মানুষের সংখ্যা প্রায় ২৪ কোটি।

চক্ষু বিশেষজ্ঞরা জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলোতে প্রতি মিনিটে ১২ জন মানুষ দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে পড়ছে। বাংলাদেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধিতার প্রধান কারণ ছানিজনিত। দেশে বছরে প্রায় আড়াই লাখ মানুষ অন্ধত্বজনিত ছানি রোগে আক্রান্ত হচ্ছেন।

মানুষ সচেতন হলে দৃষ্টিপ্রতিবন্ধিতা ও অন্ধত্ব কমানো সম্ভব। কী কারণে মানুষ অন্ধত্ব বরণ করছে, সে সম্পর্কে সাধারণ মানুষের স্বচ্ছ ধারণা থাকলে দেশে অন্ধত্বের হার অনেকাংশে হ্রাস পেত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তারা বলছেন, বাংলাদেশসহ বিশ্বে বেশ কয়েকটি কারণে মানুষ অন্ধত্ব বরণ করছে। প্রথমত বয়সজনিত কারণে, দ্বিতীয় হলো গ্লুকোমা, তৃতীয় হলো চোখের ছানি, যা প্রতিরোধযোগ্য। তবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলেও অন্ধত্ব হয়। এছাড়া আঘাতজনিত কারণে ও ভিটামিন ‘এ’-এর অভাবে।

এমন পরিস্থিতিতে অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস-২০২২। বিশ্বব্যাপী চোখের যত্ন নেওয়ার জন্য গণসচেতনতা তৈরি, চক্ষু রোগ নির্মূলে প্রভাবিত করা, চোখের যত্ন নেওয়ার তথ্য জনগণের দোড়গোড়ায় পৌঁছানোই বিশ্ব দৃষ্টি দিবসের লক্ষ্য।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘লাভ ইউর আইস’ অর্থাৎ আপনার চোখকে ভালোবাসুন। ২০০০ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সাইট-ফার্স্ট-ক্যাম্পেইনের মাধ্যমে এই দিবসের সূচনা করে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে।

#দেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধির মূল কারণ ছানি ।। Health City Life দেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধির মূল কারণ ছানি ।। Health City Life দেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধির মূল কারণ ছানি দেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধির মূল কারণ ছানি

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies