#Post ADS3

advertisement

চোখের জ্বালাপোড়া, চোখের প্রদাহ দূর করা এবং দৃষ্টিশক্তি ধরে রাখার ঔষধ freshfil eye drop,ফ্রেশ ফিল চোখের ড্রপ এর কাজ, যে সকল কাজে ফ্রেশ ফিল ড্রপ ব্যবহার করতে হবে,পার্শ্ব প্রতিক্রিয়া ফ্রেশ ফিল চোখের ড্রপ, দৃষ্টিশক্তি ধরে রাখার ঔষধ freshfil eye drop

Subject :চোখের জ্বালাপোড়া, চোখের প্রদাহ দূর করা এবং দৃষ্টিশক্তি ধরে রাখার ঔষধ freshfil eye drop,ফ্রেশ ফিল চোখের ড্রপ এর কাজ, যে সকল কাজে ফ্রেশ ফিল ড্রপ ব্যবহার করতে হবে,পার্শ্ব প্রতিক্রিয়া ফ্রেশ ফিল চোখের ড্রপ, দৃষ্টিশক্তি ধরে রাখার ঔষধ freshfil eye drop

 

Freshfil Ophthalmic Solution

কার্বোক্সিমিথাইলসেলুলােজ সােডিয়াম

1%

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড

10 ml drop: ৳ 275.00

নির্দেশনা

এই চোখের ড্রপস্ চোখের শুষ্কতাজনিত অথবা বাতাস ও সূর্যালােক-সম্পাত সৃষ্ট জ্বালাপােড়া এবং অস্বস্তি থেকে পরিত্রানের জন্য লুব্রিক্যান্ট হিসাবে নির্দেশিত।

ফার্মাকোলজি

এই চোখের ড্রপস্ এ আছে কার্বোক্সিমিথাইলসেলুলােজ যা প্রাকৃতিক অশ্রুর অনুরূপ যেটি চোখের লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। এটি লুব্রিক্যান্টের পাশাপাশি চোখের উপরিতলে প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে।

মাত্রা ও সেবনবিধি

এক ফোঁটা করে আক্রান্ত চোখে দিনে চারবার অথবা প্রয়ােজন অনুযায়ী দিতে হবে।

* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

ঔষধের মিথষ্ক্রিয়া

তথ্য জানা নেই।

প্রতিনির্দেশনা

এই চোখের ড্রপস্ এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রােগীদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

চোখ জ্বালাপােড়া, চোখে চুলকানী, দর্শন জনিত সমস্যা, চোখ দিয়ে পনি পড়া ইত্যাদি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ও মাতৃদুগ্ধদানকালে এই ঔষধটির নিরাপদ ব্যবহারের কোন তথ্য জানা নেই।

সতর্কতা

এই চোখের ড্রপস্ এর সাথে যদি অন্য চোখের ঔষধ ব্যবহার করতে হয় তাহলে তা এই ড্রপস্ ব্যবহারের ১৫ মিনিট আগে দিতে হবে।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

বাচ্চাদের ক্ষেত্রে ব্যাবহার: এই চোখের ড্রপস্ শিশু এবং ৩ বছরের নিচে বাচ্চাদের জন্য প্রযােজ্য নয়।

বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: বয়স্ক এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে সুরক্ষা বা কার্যকারিতার কোনও সামগ্রিক পার্থক্য দেখা যায়নি।

সংরক্ষণ

প্রথম মােড়ক খােলার ৩০ দিনের মধ্যে ব্যবহার করুন। শুষ্ক স্থানে অনধিক ৩০°সে. তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলো থেকে দূরে রাখুন। ব্যবহারের পরপরই বােতলের মুখ ভালভাবে বন্ধ করুন। সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

Post a Comment

0 Comments

advertisement

advertisement