আমার বয়স ৩০ বছর। ঊরুর মাংসপেশি এবং কোমরের নিচে পেছনের মাংসপেশিতে অনেক দিন ধরে প্রচুর চুলকানি হচ্ছে। কোনোরকম ফুসকুড়ি (দাদ বা অন্য চর্মরোগের মতো) ওঠে না, মাঝখানে ডাক্তারি পরামর্শ ছাড়াই নিজে থেকে অ্যালাট্রল সেবন করায় কিছুটা কমেছিল, সেবন বাদ দেওয়ার পর আবারও একই অবস্থা, এর কারণ কী এবং কী করলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব?—মিন্টু, মধুপুর, টাঙ্গাইল।
পরামর্শ
এটি ছত্রাক সংক্রমণের কারণেই হয়েছে। পরিষ্কার সুতির কাপড় পরা, পা ঊরু কোমর শুষ্ক রাখা আর অ্যান্টি ফাঙাল ক্রিম ব্যবহার করা এর সমাধান।
বিজ্ঞাপন
প্রশ্ন ২
আমার বয়স ১৯ বছর। ১১-১২ বছর বয়স থেকে পায়ের পাতায় চামড়া ওঠার সমস্যায় ভুগছি। মাঝে মাঝে অনেক চুলকানি হয়। আমার দুই ভাইও একই সমস্যায় ভুগছে। পরামর্শ চাই।—নাফিসা ইকবাল
পরামর্শ
যেহেতু পরিবারে অন্যদেরও আছে, তাই এই সমস্যা সোরিয়াসিস বলেই মনে হচ্ছে। সোরিয়াসিস জীবনব্যাপী রোগ আর এর অনেক জটিলতা আছে। প্রাথমিকভাবে তরল প্যারাফিন, পেট্রোলিয়াম জেলি বা টপিকাল স্টেরয়েড মলম ব্যবহার করা যায়। তবে সমস্যা দীর্ঘদিনের ও জটিল হলে একজন বিজ্ঞ বিশেষজ্ঞর সঙ্গে দেখা করে দীর্ঘ মেয়াদে চিকিৎসা নিতে হবে।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, গ্রিনলাইফ মেডিকেল কলেজ, ঢাকা
প্রশ্ন ৩
সপ্তাহে আমার দু–একবার স্বপ্নদোষ হচ্ছে। এটা কি শরীরের জন্য ক্ষতিকর?—রাসেল হাওলাদার
পরামর্শ
বাংলায় শব্দটির নামে দোষ থাকলেও এটি দোষ নয়, বরং স্বাভাবিক ঘটনা। এটি উঠতি তারুণ্যে সবচেয়ে বেশি ঘটে থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পার হওয়ার অনেক পরও এটা ঘটতে পারে। স্বপ্নদোষ একটি স্বাভাবিক প্রাকৃতিক বীর্যস্খলন। এটি বারবার হলেও কোনো শারীরিক ক্ষতি হয় না।
পরামর্শ দিয়েছেন—ডা. মাহমুদ চৌধুরী, কনসালট্যান্ট, চর্ম ও যৌন রোগ বিভাগ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা
0 Comments