"ইচ্ছেমাফিক নাপা খেয়ে কিডনিকে হত্যা কইরেন না" "ইচ্ছেমাফিক নাপা খেয়ে কিডনি হত্যা করবেন না"

 

"ইচ্ছেমাফিক নাপা খেয়ে কিডনিকে হত্যা কইরেন না" "ইচ্ছেমাফিক নাপা খেয়ে কিডনি হত্যা করবেন না"

"ইচ্ছেমাফিক নাপা খেয়ে কিডনিকে হত্যা কইরেন না"

চেম্বারে রুগী এসেছে ,


আমিঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??

রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪, হিমোগ্লোবিন ৮.৪ 


আমিঃ কবে থেকে সমস্যা??

রুগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।

আমিঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??

রুগীঃ না স্যার,বুমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।



আমিঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা, পেরাসিট্যামল, ব্যাথার ঔষধ অনেকদিন খেয়েছেন??

রুগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।

আমিঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্ট্রা খাইতে??


রুগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।

আমিঃ আমি আমার এইটুকু বয়সে যতো রুগী দেখেছি তারমধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রুগী, এবং এই সকল কিডনি রুগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছুদিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।🙄💔


রুগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতামও না।🥺


"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের রক্ষা করুন।"🙂

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2