#Post ADS3

advertisement

বট/ভুড়ি ভুনা+ভাজি রেসিপি ঈদ স্পেশাল টিপস সহ Recipe ।। আধুনিক রান্নার রেসিপি 2021

 

বট/ভুড়ি ভুনা+ভাজি রেসিপি ঈদ স্পেশাল টিপস সহ Recipe ।। আধুনিক রান্নার রেসিপি 2021


বট/ভুড়ি ভুনা


উপকরণ


১ কেজি ভুড়ি

গরম মসলা (এলাচি ৪/৫টা, দারুচিনি ৩/৪ টুকরো)

কাঁচা মরিচ কয়েকটা

লাল মরিচ গুড়া ১ চা চামচ

হলুদ গুড়া ১ চা চামচ

পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

ধনিয়া গুড়া আধা চা চামচ

জিরা গুড়া আধা চা চামচ

তেল পরিমাণ মতো

লবণ স্বাদমতো


সম্ভার/বাগারের জন্য

পেঁয়াজ কুঁচি ১ কাপ

কাঁচা মরিচ

তেল


প্রণালি


- ভুড়ি পরিষ্কাররের পর সিদ্ধ করে আবারও ভালো করে পরিস্কার করে নিন।

- পাত্রে তেল দিয়ে গরম হলে গরম মসলা দিন।মসলা সুগন্ধ ছাড়লে পিঁয়াজ- আদা- রসুনবাটা দিয়ে কিছুসময় ভেজে নিয়ে একে একে সব গুঁড়ো মসলা দিয়ে পরিমাণ মতো পানি যোগে মসলা ভাল করে কষিয়ে নিন।

- মসলা কষানো হলে এতে পরিষ্কার করে রাখা ভুড়ি দিয়ে মসলার সাথে ভাল করে মিশিয়ে কষিয়ে নিন।

- পরিমাণ মতো পানি যোগ করে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে জ্বাল দিতে থাকুন।

-ভুড়ি ভালভাবে সিদ্ধ হলে এবং ঝোল শুকিয়ে পছন্দের ঘনত্বের হয়ে আসলে অন্য একটা কড়াইতে তেলে পেঁয়াজ কুঁচি, মরিচ ভাঁজুন।

- পেঁয়াজ কুঁচি সোনালী হয়ে আসলে রান্না করা ভুড়িগুলো এই পাত্রে দিয়ে ভাল করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

- এবার অল্প আঁচে একটু সময় নিয়ে ভুড়িগুলো লালচে করে ভেজে নিন।

©/কপি: Tosun's Orb


Post a Comment

0 Comments

advertisement

advertisement