লাভ ক্ষতি বন্টন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংক নির্ণয় করতে পারবে। অংশীদার মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে।

  

অংশীদারী কারবারের মুনাফা বন্টন অংশীদারদের মূলধন নির্ণয় করো


অংশীদারী কারবারের মুনাফা বন্টন অংশীদারদের মূলধন নির্ণয় করো।,

আবু, বাবু এবং লাবু একটি অংশীদারি কারবার এর ৩ জন অংশীদার। তাদের নিট লাভ ক্ষতির বন্টনের অনুপাত যথাক্রমে ৩:২:১।

২০২০ সালের ১ লা জানুয়ারি তারিখে অংশীদারগণ মূলধন ছিল আবু ৪০০০০০ টাকা বাবু ৩০০০০০ লাখ টাকা এবং লাবু ৪০০০০০ টাকা।

আবু এবং লাবু তাদের সার্বণিক সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা হতে যথাক্রমে ৮০০০টাকা এবং ৬০০০০ টাকা করে মাসিক বেতন পাবেন।

মূলধন এবং উত্তোলন উভয়ের উপর। বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে আবু বাবু এবং হাবু ব্যবসায় হতে যথাক্রমে ১২০০০টাকা, ৬০০০ এবং ৬০০০ টাকা করে নগদ উত্তোলন করেন।

বছরের মাঝামাঝি লাবু ব্যবসায়ে ৫০০০০ টাকা ঋণ প্রদান করে।

আবু এবং বাবু যৌথভাবে লাবুকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে লাবু তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ কমপক্ষে ৭০০০০ টাকা পাবেন।

উপরোক্ত সমন্বয় গুলো সাধন করার পূর্বে 2020 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য ব্যবসা এর নিট মুনাফা ৪০০০০০ টাকায় উপনীত হয়।

ক) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি)

খ) অংশীদার আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করো। (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি)

গ) লাভপুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করো। (স্থায়ী মূলধন পদ্ধতি)

উত্তর সমূহ:

ক) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি)

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ) অংশীদার আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করো। (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি)

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ) লাভপুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করো। (স্থায়ী মূলধন পদ্ধতি)

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১(পরীক্ষার্থীদের 2022 সালের) লিংক
  • এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১(পরীক্ষার্থীদের 2022 সালের) লিংক
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies