1st Week Assignment 2021 Answer of HSC Assignment Answer 2021, 1st Week Assignment Answer 2021 HSC,


 বাংলা এস্যাইনমেন্ট উত্তর 2021

“অপরিচিতা গল্প” এবং বাস্তব দৃষ্টান্তে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা

১. অপরিচিতা গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার বিরোধিতা মনোভাবের পরিচয়। 

২.  অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণী জীবন কেমন হতে পারতো,  এর বিবরণ। 

৩.  বাস্তব অভিজ্ঞতা থেকে চেনাজানা কোন নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করা। 

৪. পঠিত গল্প চেনাজানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা গুলি চিহ্নিত করা।  

৫. শব্দ প্রয়োগ,  বাক্য গঠন,  বানান,  বিরাম চিহ্ন যথাযথ রাখা। 

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক

আলিম পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক


পদার্থ বিজ্ঞান এস্যাইনমেন্ট উত্তর 2021

তুমি 20 ms-1 বেগে একদম খাড়াভাবে একটি 400 gm ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে মারলে।

(ক) বলটির বেগ নাম সময়ের গ্রাফ আঁকো। (খ) গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত। (গ) ঐ বিন্দুতে ত্বরণ কত? (ঘ) ঐখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মােট বল কত?

(ঙ) Fig-1 এ 1.5 kg ভরটি একটি টেবিলের উপর স্থির অবস্থানে আছে। 2 kg ভরের আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল সূতা দিয়ে ঝােলানাে হলাে। টেবিল ও 1.5 kg ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2

(১) ভরদ্বয়ের ত্বরণ কত? সুতাটি অসম্প্রসারণশীল না হলে তােমার উত্তরের কী পরিবর্তন হতাে? (২) সূতার টান কত? (৩) 2 kg ভরের সরণ বনাম সময় গ্রাফ আঁকো?

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক

আলিম পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক


পৌরনীতি ও সুশাসন এস্যাইনমেন্ট উত্তর 2021

নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা কর।

নির্দেশনা/সংকেতঃ ১. পৌরনীতি ও সুশাসনের ধারণা ও পরিধি, ২. সুশাসনের বৈশিষ্ট্য পৌরনীতি ও ৩. সুশাসনের ক্রমবিকাশ;

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক

আলিম পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক


অর্থনীতি এস্যাইনমেন্ট উত্তর 2021

হাওর এলাকার কৃষক সালামত সাহেবের একখন্ড জমিতে ধান ও গম উৎপাদনের নিন্মরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে।

যেমন: ধান উৎপাদন যখন ১৬, ১০ ও ০ মন হয়, তখন উৎপাদন হয় যথাক্রমে ০, ১০, ও ১৬ মন। প্রাপ্ত তথ্যের আলােকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ কর।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক

আলিম পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক


হিসাববিজ্ঞান এস্যাইনমেন্ট উত্তর 2021

হিসাবচক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের বই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণে প্রভাব প্রদর্শন:

গৌতম এন্টারপ্রাইজ এর ৩১ জানুয়ারি ২০২১ সালের হিসাব উদ্বৃত্তগুলাে নিম্নরূপ ছিল ।

নগদ ৮০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা ও পাওনাদার ৪৫,০০০ টাকা । ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ে সংঘটিত ঘটনাগুলাে নিম্নরূপ:

২০২১

ফেব্রু ১: দক্ষ ম্যানেজার ২০,০০০ টাকা বেতনে যােগদান করেন।

ফেব্রু ৫: ১৩% প্রদেয় নােটে স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।

ফেব্রু ৬: তিন মাসের শাে-রুম ভাড়া অগ্রিম প্রদান করা হলাে ১৫,০০০ টাকা ।

ফেব্রু ১২: ইনস্যুরেন্স প্রিমিয়াম পরিশােধ করা হলাে ১,২০০ টাকা।

ফেব্রু ১৪: ১,০০,০০০টাকার অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন।

ফেব্রু ১৬: ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলাে ১,২০,০০০ টাকা (নগদে ৬০%,ধারে ৪০%)।

ফেব্রু ১৮: মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো ৩০,০০০ টাকা।

ফেব্রু ২০; একজন দেনাদারের নিকট থেকে ৩০,০০০ টাকা পাওয়া গেল।

ফেব্রু ২২: প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলাে ৫,০০০ টাকা।

ফেব্রু ২৫: মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশােধ করা হলাে ১০,০০০ টাকা।

ফেব্রু ২৮: অগ্রিম প্রদত্ত ভাড়ার ০১ মাস অতিক্রান্ত হয়েছে।

প্রশ্ন:

ক. ৫, ৬, ১৬, ২৮ তারিখের লেনদেনগুলাে হিসাব সমীকরণে প্রভাব দেখাও।

খ. ১২, ১৮, ২২, ২৫ তারিখের লেনদেনগুলাে গৌতম এন্টারপ্রাইজ এর হিসাব বইতে লিপিবদ্ধ করাে। (ব্যাখ্যা ব্যতীত)

গ. সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করাে।

ঘ. হিসাবচক্র (চিত্রসহ)।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক


যুক্তিবিদ্যা এস্যাইনমেন্ট উত্তর 2021

যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায়- পর্যালোচনা কর।

শিখনফল বা বিষয়বস্তু

প্রথম অধ্যায়: যুক্তিবিদ্যা পরিচিতি

 শিখনফল:

১. যুক্তিবিদ্যার উৎপত্তি ও বিকাশ এর ইতিহাস বর্ণনা করতে পারবে। ২. যুক্তিবিদ্যার ধারণা বর্ণনা করতে পারবে।

. বিভিন্ন যুক্তিবিদের প্রদত্ত ধারণার বিশ্লেষণ ও তুলনা করতে পারবে।  ৪. যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করতে পারবে।

৫. যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ না বস্তুনিষ্ঠ বিজ্ঞান তা মূল্যায়ন করতে পারবে। ৬. যুক্তিবিদ্যার পরিসর বর্ণনা করতে পারবে।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর : লিংক

এইচএসসি /ভোকেশনাল/আলিম সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর পেতে ক্লিক করুন

0 Comments

Advertisement 2

Advertisement 3

Advertisement 4