ঘরে বসেই তৈরী করুন খুশকি দূর কারার

 

ঘরে বসেই তৈরী করুন খুশকি দূর কারার

ঘরে বসেই তৈরী করুন খুশকি দূর কারার


আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ড-এর শ্যাম্পু ব্যবহার করে থাকি। অনেক সময় আশানুরূপ ফল পাই না। তাই ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি শ্যাম্পু ব্যবহারের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দিন। কথা হবে এমন ১০টি ঘরে তৈরি শ্যাম্পু নিয়ে।


ঘরে তৈরি শ্যাম্পু


১) দেড় কাপ পানিতে ২টি টি-ব্যাগ দিয়ে ১০ মিনিট ফুটাতে হবে। তারপর টি-ব্যাগ তুলে এর ভেতর ডাভ (Dove) সাবানের কয়েকটি টুকরো দিতে হবে। আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে যাতে সাবানটা গলে যায়। তারপর গ্লিসারিন মিশিয়ে একটি বোতলে ভরে পরে প্রয়োজনমত ব্যবহার করতে হবে।


২) হারবাল শ্যাম্পু বানাতে পারেন। এতে যা যা লাগবে- বেবি শ্যাম্পু ১৫০মিলি., শুকন হার্ব ১ টেবিল চামচ, পানি ৩০০ মিলি.। পানিতে হার্বগুলো ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপর বেবি শ্যাম্পু মিশিয়ে ছেঁকে নিতে হবে। তৈরি হয়ে গেল হারবাল শ্যাম্পু।


৩) পানি ১ কাপ, লিকুইড সাবান ১ কাপ, অ্যাসেনসিয়াল অয়েল আধা চা চামচ একসাথে মিশিয়ে শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যায়।


৪) নারকেলের দুধ ১ কাপ, লিকুইড সাবান ৪ টেবিল চামচ, ভিটামিন-ই অয়েল আধা চা চামচ, অ্যাসেনসিয়াল অয়েল ১ চা চামচ, অলিভ অয়েল আধা চামচ (শুষ্ক চুলের জন্য) এক সাথে মিশিয়ে ২০ দিনের মধ্যে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।


নারকেলের দুধ ও সাবান এর শ্যাম্পু - banglanewsexpress.com


৫) লেবু বা শসা শুধু যে ত্বকের জন্য উপকারি তা কিন্ত নয়। এই উপাদান ২টি চুলের যত্নেও অসাধারণ। খোসা ছাড়া একটি লেবু ও ১টি শসা ভালোভাবে পিষে নিন। তারপর প্রয়োজনমত ব্যবহার করুন!


ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে লেবু বা শসা - banglanewsexpress.com


৬) অ্যালোভেরা জেল, লেবুর রস ও কয়েক টুকরা ডাভ সাবান দিয়ে চটপট বানিয়ে ফেলুন ঘরোয়া শ্যাম্পু!


স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে অ্যালোভেরা জেল -banglanewsexpress.com


৭) এক চা চামচ বেকিং সোডার সাথে আপনার পছন্দ মত দুই তিন ফোঁটা অ্যাসেনসিয়াল অয়েল ও পরিমাণ মত পানি মিশিয়ে তৈরি করুন শ্যাম্পু।


স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে বেকিং সোডা - banglanewsexpress.com


৮) ডিম ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ, অলিভ অয়েল ৩০ মিলি. ভালোভাবে মিশিয়ে গোসলের সময় শ্যাম্পুর বদলে ব্যবহার করুন।


স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ডিম - banglanewsexpress.com


৯) রিঠা সারা রাত ভিজিয়ে রেখে এর পানিটা শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করুন।


১০) মুলতানি মাটি ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ফুলে উঠলে তা ভালোভাবে মিশিয়ে শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন।


স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে মুলতানি মাটি - banglanewsexpress.com


এইতো জানলেন ঘরে তৈরি শ্যাম্পু নিয়ে কিছু কথা। এবার নিজের পছন্দ মতন শ্যাম্পু তৈরি করে নিন! আর চুল রাখুন সুন্দর ঝলমলে!

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies