এইচএসসি বিএম ফিন্যান্স ব্যাংকিং ও বীমা -১ (২২১৮) এ্যাসাইনমেন্ট উত্তর
বিএম-১২(ক)
নিচের প্রশ্নগুলাের উওর দাও
জনাব করিম একজন ব্যবসায়ী । তিনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করেন। জনাব করিমের ব্যবসার জন্য অর্থের প্রয়ােজন হয় কেন ?
নির্দেশনাঃ
ক. আর্থিক ব্যবসহাপনা কাকে বলে লিখতে হবে।
উত্তর: লিংক
খ, অর্থায়নের বিভিন্ন উৎস সমুহ কি কি সংক্ষেপে করতে হবে।
উত্তর: লিংক
গ. ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।
উত্তর: লিংক
ওহমান ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন । তার ব্যবসায় পুঁজি ধীরে ধীরে বাড়তে থাকে, সময়ের ঘটে। এইজন্য তার প্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ।
নির্দেশনাঃ
ক, অর্থের সময় মূল্যে সংক্ষেপে লিখতে হবে।
উত্তর: লিংক
খ.অর্থের সময় মূল্যের উপর প্রভাব বিসতারকারী উপাদানগুলাে বিশ্লেষণ করতে হবে।
উত্তর: লিংক
গ.অর্থের সময়মূল্য নির্ণয়ে কী ধরনের সমস্যা দেখা দেয় ব্যাখ্যা কর।
উত্তর: লিংক
বাণিজ্যিক ব্যাংক হলাে স্বল্পমেয়াদি ঋণের ব্যাবসায়ী, যার প্রধান কাজ হলাে স্বল্পসুদে বা লাভে আমানত হিসেবে মক্কেলদের অর্থ জমা গ্রহণ এবং অধিক সুদে বা লাভে উক্ত অর্থ ঋণ হিসেবে অন্যদের প্রদান করা। ব্যাংক ঋণ প্রদানের সময় নিরাপত্তার উদ্দেশ্য তৃতীয় পক্ষের নিশ্চয়তা গ্রহণ করে থাকে।
নির্দেশনাঃ
ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সংক্ষেপে লিখতে হবে।
উত্তর: লিংক
খ. বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে আলােচনা কর।
উত্তর: লিংক
গ.জামানত গ্রহণ করার সময় ব্যাংকের বিবেচ্য বিষয়গুলাে ব্যাখ্যা করতে হবে।
উত্তর: লিংক
বতর্মান বিশ্ব উন্নত প্রযুক্তি নির্ভর কম্পিউটারায়িত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততার সাথে ব্যাংকিং পরিচালনা করা হয়। কম্পিউটার ব্যাংকিং ছাড়া আমরা কোন কাজ চিন্তা করতে পারি না। বাংলাদেশের ব্যাংকিং খাত উন্নয়নে কম্পিউটারাইজড ব্যাংকিং গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
নির্দেশনাঃ
ক. ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে সংক্ষেপে লিখতে হবে।
উত্তর: লিংক
খ, কম্পিউটার কীভাবে ব্যাংকের কাজ করে ব্যাখ্যা করতে হবে।
উত্তর: লিংক
গ. বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায় কম্পিউটারাইজড ব্যাংকিংয়ের ভূমিকা বর্ণনা করতে হবে।
উত্তর: লিংক
এইচএসসি বিএম ফিন্যান্স ব্যাংকিং ও বীমা -১ (২২১৮) এ্যাসাইনমেন্ট উত্তর
বিএম-১২(খ)
কেন্দ্রীয় ব্যাংক সরকারী মালিকানা ও নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত ব্যাংকিং প্রতিষ্ঠান, যা মুদ্রা বাজার গঠন পরিচালনা ও ঋণের পরিমান নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে সচল রাখে।
নির্দেশনাঃ
ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে সংক্ষেপে লিখতে হবে।
উত্তর: লিংক
খ. “কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক ” লিখতে হবে
উত্তর: লিংক
গ. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রন পদ্ধতি বিশ্লেষণ করবে।
উত্তর: লিংক
আমাদের জীবন ও সম্পত্তির ঝুকি আবহমানকাল থেকে মানুষ সহজ ভাবে মেনে আসলেও সচেতনা বৃদ্ধি পাওয়ায় এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে কারাে মৃত্যু বা সম্পদের ক্ষতি ব্যাক্তি জীবন ও আর্থিক বিপর্যয়ে সম্মুখীন করতে না পারে, সেই জন্য মানুষ কি ধরনের ব্যবস্থা গড়ে তােলে।
নির্দেশনাঃ
ক. বীমা কাকে বলে সংক্ষেপে লিখতে হবে।
উত্তর: লিংক
খ. বীমা চুক্তির বৈশিষ্ট্য লিখবে।
উত্তর: লিংক
গ. বীমার গুরুত্ব ব্যাখ্যা করবে।
উত্তর: লিংক
রহমান সাহেব একজন ব্যবসায়ি। তিনি তার ব্যাক্তিগত জীবন এবং পরিবারের আর্থিক সমস্যা কিভাবে মােকাবিলা করবেন তার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অগ্নিজনিত ঝুঁকি মােকাবেলার আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থ্যা গ্রহণ করেন যা দুটি পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি।
নির্দেশনাঃ
ক. প্রিমিয়াম কাকে বলে সংক্ষেপে লিখতে হবে।
উত্তর: লিংক
খ. জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি গুলা ব্যাখ্যা করবে।
উত্তর: লিংক
গ. অগ্নিবীমা চুক্তির আবশ্যকীয় বিষয়াদি বিশ্লেষণ করবে।
উত্তর: লিংক
কৃষি প্রধান দেশে বন্যা খড়া ইত্যাদির কারনে কৃষি উৎপাদন ও উৎপাদিত শস্য বিনিষ্ট হয়। কৃষি ক্ষেত্রের উন্নয়নে নিরাপত্তা এবং বিপদে ঝুঁকি গ্রহনের জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি।
নির্দেশনাঃ
ক. শস্য বীমা কাকে বলে সংক্ষেপে লিখতে হবে।
উত্তর: লিংক
খ. কৃষি ক্ষেত্রে শস্য বীমার গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।
উত্তর: লিংক
গ. বাংলাদেশে কৃষি ক্ষেত্রে শস্য বীমার ঝুঁকিসমূহ আলোচনা করবে।
উত্তর: লিংক
এইচএসসি বিএম ফিন্যান্স ব্যাংকিং ও বীমা -১ (২২১৮) এ্যাসাইনমেন্ট উত্তর
বিএম-১২(গ ) ব্যবহারিক
১. নমুনা ঋণ পত্র তৈরি করবে
উত্তর: লিংক
২. ব্যাংক হিসাব খােলার পদ্ধতি উপস্থাপন করবে।
উত্তর: লিংক
৩. চেকের প্রতারনা ও জালিয়াতির বিপক্ষে নিরাপত্তা ব্যবস্থা
সমূহ লিখবে।
উত্তর: লিংক
৪. প্রত্যয়পত্র (LC) খােলার পদ্ধতি লিখবে।
উত্তর: লিংক
৫. সমর্পণ মূল্য নির্ধারণের পদ্ধতি গুলাে লিখবে।
উত্তর: লিংক
Assignment
- ডিপ্লোমা ইন কমার্স /বিএম/ভোকেশনাল শেষ অ্যাসাইনমেন্ট প্রকাশ
- এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (৮২৫১১)অ্যাসাইনমেন্ট উত্তর
- এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ওয়্যারিং ৮২৭১১ এসাইনমেন্ট উত্তর
- HSC Diploma in Commerce Life Skill Development (1718) Assignment Answer
- এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স লাইফ স্কিল ডেভেলপমেন্ট (১৭১৮) এ্যাসাইনমেন্ট সম্পূর্ণ উত্তর
- HSC Diploma in Commerce Commercial Geography (1717) Assignment Complete Answer
- এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্যক ভূগোল (১৭১৭) এ্যাসাইনমেন্ট সম্পূর্ণ উত্তর
- বিএম মার্কেটিং নীতি ও প্রয়োগ (১৮১৮) অ্যাসাইনমেন্ট উত্তর
- Hsc Bm Marketing Policy(1818) Assignment Answer 2021
- HSC BM Business Organization and Management 1 (1817) Assignment Answer
- এইচএসসি বিএম ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১(১৮১৭) অ্যাসাইনমেন্ট উত্তর
- এইচএসসি (বিএম-ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ শ্রেণির বোর্ড চূড়ান্ত পরীক্ষা-২০২০ এর জন্য এ্যাসাইনমেন্টের ৪র্থ আপলোড
- Madrasa 6th to 9th class assignment routine of 2021
- এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স অফিস ম্যানেজমেন্ট ও অটোমেশন(১৭১৬) অ্যাসাইনমেন্ট উত্তর
- HSC Vocational Computer Application Assignment Answer