Nitroglycerin 0.5/2.6

 

Nitroglycerin 0.5/2.6

Ingredients: nitroglycerin USD 0.5 mg Sabli Nguel Tablet and Nitroglycerin USD 2.6 mg Sustainable Release Tablet


Nitroglycerin_Drugs club


Instructions: Nitroglycerin USD 0.5 mg Tablet refers to the preventive treatment of angina-related pain or anti-coronary artery disease-related enzina pectoris.

Nitroglycerin SR tablet: It is directed at the preventive treatment of Chronic Stable Enigina Pectoris.


Dimensions and Usage: Nitroglycerin USA 0.5 mg. Tablet: With the first symptom of the angina attack, 1 tablet will be given below the tongue. It can be repeated at the same level every 5 minutes until pain is relieved. If you still have pain after taking 3 tablets for 15 minutes, then you may be advised for immediate hospital admission. Nitroglycerin SR tablet: According to the requirements of each patient, the levels of medicines are worth noting, but usually 1 to 2 tablets can be given 3 times per day.


Counter & Warnings: Reproductive to Myocardial Informations, Acute Bloodlessness, Increased Intracranial Pressure and Those Who Have Sensitivity To Nitroglycerin Those patients who should not use nitroglycerin in patients who have anemia, hypertension, cerebral hemorrhage, closed angle glucoma, nitrates, sensitivity to low blood pressure, hypo-vellemia, hypertropic obstructive cardiomyopathy, aortic stenosis, cardiac temporates, constructive pericarditis and metastatic disfusion. It is referred to those patients who are taking sildenafel cetrera.


Side effect: Face on face, headache, headache and positional lower blood pressure which is caused by Reefex tachycardia or paradoxical bradycardiae.


Reactions with other drugs: Low blood pressure may occur due to anti-hypertensive, beta-blockers or phenothaginas and patients taking nitrates. If used with calcium channel blocker nitrates, it can cause low thoracic acid. Low blood pressure may occur even when taking nitrates and alcohol together. Vitodialitarian and hemodial effects of nitroglycerin may increase with the taking of aspirin. Patients who are taking sub-penile nitroglycerin should refrain from avoiding aromatomin and aromatomin medicines or observe the symptoms of arthritis.


Use during pregnancy and breastfeeding: There is no evidence of nitroglycerin's safety during pregnancy and breastfeeding. Neutoglycerin should not be given to pregnant and breastfeeding mothers without consulting the doctor. It is not known whether breast-feeding nitroglycerin is released.


Use in children: Not directed towards children.


উপাদান : নাইট্রোগ্লিসারিন ইউএসপি ০.৫ মি.গ্রা. সাবলি ঙ্গুয়েল ট্যাবলেট এবং নাইট্রোগ্লিসারিন ইউএসপি ২.৬ মি.গ্রা. সাসটেইনড রিলিজ ট্যাবলেট।

নির্দেশনা : নাইট্রোগ্লিসারিন ইউএসপি ০.৫ মি.গ্রা. ট্যাবলেট এটি এনজিনা জনিত ব্যথা উপশম অথবা করোনারী আর্টারী ডিজিজ জনিত এনজিনা পেকটোরিস এর প্রতিষেধকমূলক চিকিৎসায় নির্দেশিত।
নাইট্রোগ্লিসারিন এস আর ট্যাবলেট: এটি ক্রণিক স্ট্যাবল এনজিনা পেকটোরিস এর প্রতিষেধকমূলক চিকিৎসায় নির্দেশিত।

মাত্রা ও ব্যবহারবিধি : নাইট্রোগ্লিসারিন ইউএসপি ০.৫ মি.গ্রা. ট্যাবলেট: এনজিনা অ্যাটাকের প্রথম লক্ষণের সাথে সাথে ১টি ট্যাবলেট জিহ্বার নীচে দিতে হবে। ব্যথা উপশম না হওয়া পর্যন্ত প্রতি ৫ মিনিট অন্তর একই মাত্রায় পুনরাবৃত্তি করা যেতে পারে। যদি ১৫ মিনিট ধরে ৩টি ট্যাবলেট গ্রহণ করার পরেও ব্যথা বজায় থাকে তাহলে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেয়া যেতে পারে। নাইট্রোগ্লিসারিন এস আর ট্যাবলেট: প্রত্যেক রোগীর প্রয়োজনীয়তা অনুসারে ওষুধের মাত্রা নির্ধারণ যোগ্য কিন্তু সাধারণত ১-২টি ট্যাবলেট দিনে ৩ বার দেয়া যেতে পারে।

প্রতিনির্দেশনা ও সতর্কতা : মায়োকার্ডিয়াল ইনফারকশন, তীব্র রক্তস্বল্পতা, বর্ধিত ইন্ট্রাক্রেনিয়াল চাপ এবং যাদের নাইট্রোগ্লিসারিন এর প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের জন্য প্রতিনির্দেশিত। যেসব রোগীদের রক্তসল্পতা, স্নায়ুরোগ, সেরেব্রাল হেমোরেজ, ক্লোজড এঙ্গেল গ্লুকোমা, নাইট্রেটস এর প্রতি সংবেদনশীলতা, নিম্ন রক্তচাপ, হাইপো-ভলেমিয়া, হাইপারট্রপিক অবসট্রাকটিভ কার্ডিওমায়োপেথি, অ্যাওর্টিক স্টেনোসিস, কার্ডিয়াক টেম্পোনেড, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এবং অর্থোস্ট্যাটিক ডিসফাংশন আছে তাদের নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা উচিত নয়। যেসব রোগী সিলডেনাফিল সাইট্রেট গ্রহণ করছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া : মুখমন্ডলে রক্তিমাভাব, মাথাব্যথা, মাথাঘোরানো এবং অবস্থানগত নিম্ন রক্তচাপ যা রিফেক্স ট্যাকিকার্ডিয়া অথবা প্যারাডক্সিকাল ব্র্যাডিকার্ডিয়ার কারণে সংঘটিত হয়।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এন্টি-হাইপারটেনসিভ, বিটা-ব্লকার অথবা ফেনোথায়াজিনস এবং নাইট্রেটস গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে সংযোজিত নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নাইট্রেটস এক সাথে ব্যবহার করা হলে অর্থোস্ট্যাটিক নিম্ন রক্তচাপ হতে পারে। নাইট্রেটস এবং এলকোহল একসাথে গ্রহণ করলেও নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে। নাইট্রোগ্লিসারিন এর ভ্যাসোডায়ালেটরী এবং হেমোডায়নামিক প্রভাব এসপিরিন গ্রহণের সাথে বৃদ্ধি পেতে পারে। যে সব রোগী সাব-লিঙ্গুয়েল নাইট্রোগ্লিসারিন গ্রহণ করছে তাদেরকে আর্গোটামিন এবং আর্গোটামিন জাতীয় ওষুধ গ্রহণ থেকে বিরত থাকতে হবে অথবা আর্গোটিজম এর লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে হবে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নাইট্রোগ্লিসারিন এর নিরাপত্তার কোন প্রমাণ পাওয়া যায়নি। চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েদের নাইট্রোগ্লিসারিন দেয়া উচিত হবে না। মাতৃদুগ্ধে নাইট্রোগ্লিসারিন নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার : শিশুদের জন্য নির্দেশিত নয়।

0 Comments

Advertisement 2

Advertisement 3

Advertisement 4