Ketoconazole

উপাদান : কেটোকোনাজল ২০০ মি.গ্রা./ ট্যাবলেট।


নির্দেশনা : ত্বকের উপরের স্তর ও ভিতরের স্তরের ছত্রাকজনিত সকল প্রকার সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধি : ১টি করে ট্যাবলেট দিনে ২ বার।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এবং তীব্র যকৃত রোগে ব্যবহার নিষিদ্ধ। যকৃতে কোন প্রকার রোগ থাকলে বা যকৃতে এনজাইমের পরিমাণের তারতম্য থাকলে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া : বমি, বমি বমি ভাব এবং কম সংখ্যক রোগীর বেলায় যকৃতের কাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে

0 Comments

Advertisement 2

Advertisement 3

Advertisement 4