#Post ADS3

advertisement

ছবির ভদ্রলোকের নাম চন্দন কুমার বনিক। পেশায় একজন ব্যাংকার

 

ছবির ভদ্রলোকের নাম চন্দন কুমার বনিক। পেশায় একজন ব্যাংকার

ছবির ভদ্রলোকের নাম চন্দন কুমার বনিক। পেশায় একজন ব্যাংকার; সোনালী ব্যাংকের ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের কর্মকর্তা। 


উনার উচ্চতা তিন ফুট। স্ট্রেচারের সাহায্য ছাড়া হাঁটা-চলা করতে পারেন না। জন্মের পর থেকেই এমন। এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।



অদম্য এই মানুষটিকে জীবনে অনেক কঠিন পথ পারি দিতে হয়েছে। হাজারো কটুক্তি শুনেও থেমে যাননি। শুধুমাত্র মেধা আর নিরলস প্রচেষ্টার জোরে বলার মতো একটা পর্যায়ে এসেছেন। আর্থিক ও পারিবারিক সঙ্কটকে রূপান্তর করেছেন শক্তিতে।


চন্দন দা এখন পর্যন্ত ২০টি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে দশটি পরীক্ষা তিনি সুদূর ঠাকুরগাঁও থেকে ঢাকায় এসে দিয়েছেন। সোনালী ব্যাংকসহ চারটি ভাইবা দিয়ে আগের তিনটি চাকরি পাননি।


 কিন্তু তিনি থেমে যাননি। কোথাও কোনো কোচিংও করেননি। আবার নতুন করে শুরু করলেন। সোনালী ব্যাংকে প্রিলি ও লিখিত পাস করলেন। অবশেষে জীবনের চতুর্থ ভাইবা দিয়ে সফল হলেন; চাকরি পেলেন।


একবার ভাবুন তো- যে মানুষটি শারীরিকভাবে স্বাভাবিক নয়, স্ট্রেচার ছাড়া হাঁটতে পারেন না; পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি যদি নিজ যোগ্যতায় চাকরি পেতে পারেন, 


তাহলে আপনি কেন পারবেন না?

অনেকেই বলতে পারেন- চন্দন দা’র তো কোটা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু সেটা তো লিখিত পরীক্ষায় পাস করার পর কার্যকর হয়। নিজ মেধার যোগ্যতায় লিখিত পরীক্ষায় পাস করেছেন তিনি। অনেক কষ্টের বিনিময়ে ভালো চাকরি পেয়েছেন। বিয়েও করেছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন...। 



গুনে গুনে বলুন তো- আপনি জীবনে মোট কয়টা পরীক্ষা দিয়েছেন? এর মধ্যে কয়টা পরীক্ষা যথাযথ প্রস্তুতি নিয়ে দিয়েছিলেন? চন্দন দা কিন্তু দশটি পরীক্ষা প্রস্তুতি নিয়ে দিয়ে সফল হয়েছেন। 


আসলে আমাদের প্রস্তুতি আর মনোবলের ঘাটতি রয়েছে। যার ফলে অল্পতেই হতাশ হয়ে যাই। আপনি-আমি চন্দন দা’র থেকে অনেক ভালো অবস্থায় আছি। উনি পারলে আমরাও পারবো। মানুষ চাইলে পারে না- এমন কিছুই নেই!


The gentleman in the picture is named Chandan Kumar Banik. A banker by profession; Sonali Bank Thakurgaon Principal Office Officer.


He is three feet tall. Can't walk without the help of a stretcher. Such since birth. With this physical disability, he has completed Honors and Masters in Accounting from Thakurgaon Government College.



This indomitable man has had to go through many difficult paths in life. He did not stop even after hearing thousands of insults. Only talent and relentless effort have come to a point where it can be said loudly. He has transformed the financial and family crisis into power.


Chandan Da has participated in 20 job tests so far. Ten of these tests he has brought to Dhaka from distant Thakurgaon. He did not get the previous three jobs with four brothers including Sonali Bank.


 But he did not stop. Didn't do any coaching anywhere. He started anew. He passed prelim and written in Sonali Bank. Finally succeeded with the fourth brother of life; Got a job.


Imagine for a second you were transposed into the karmic driven world of Earl. If he can get a job in his own right by overcoming various family and social barriers,


Then why can't you?

Many may say that Chandan Da had a quota. Yes, but it is effective after passing the written test. He has passed the written test in his own merit. Got a good job in exchange for a lot of hard work. He is also married, dreaming of a new life ....



Please tell, whats the story of them big puppys ..... How many of these tests were properly prepared? Chandan Da has succeeded with ten exam preparations.


In fact, we lack preparation and morale. As a result, I became a little disappointed. You and I are much better off than Chandan Da. If he can, we can too. People can't if they want to - there is nothing like that!

Post a Comment

0 Comments

advertisement

advertisement