#we_love_mohammad_ﷺ_challenge

 

#we_love_mohammad_ﷺ_challenge


এর একটা মানে হচ্ছে আমরা যেভাবে রাসুল (সাঃ) মহব্বতে ফ্রান্স কে বয়কট করছি ঘৃণা করছি ঠিক একই ভাবে ঈমানের এই শক্তিশালী নতুন জজবা কে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবন থেকে গুনাহ গুলোকে ছুড়ে ফেলে দেই।

 প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর পছন্দের কাজগুলো বেশী বেশী করি এবং তাঁর অপছন্দের কাজ বর্জন করি।
* সময়মত পাঁচ ওয়াক্ত ফরয সালাত আদায় করি।
* ইসলামের সকল ফরজ বিধান মেনে চলি।
* মিথ্যা বলা ছেরে দেই।
* কারো ক্ষতি না করি, কারও হক নষ্ট না করি, কাউকে কথার দ্বারা আঘাত না করি।

আল্লাহ্‌ আমাদের তওফিক দান করুন। (আমীন)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url