Ingredients: paracetamol 500mg And caffeine 65 mg / tablet.
Instructions: Fever, headache, migraines, muscular pain, back pain, toothache and menstrual pain.
Dimensions and usage rules: 1 to 2 tablets after 6 hours. Maximum 8 tablets per day. Children under 12 years old are not allowed.
Side effects: Neutropenia, gastro intestinal problem etc.
Response to other drugs: It increases the cloning of clomorphonic and virulent blood clots. The risk of poisoning may increase in the liver by paracetamol in those who are using alcohol supplements or patients who are taking cough medicines.
Use during pregnancy and breastfeeding: Although the use of paracetamol during pregnancy and when it is safe during pregnancy, the advice of the physician should be taken.
উপাদান : প্যারাসিটামল ৫০০ মি.গ্রা. এবং ক্যাফেইন ৬৫ মি.গ্রা./ ট্যাবলেট।
নির্দেশনা : জ্বর, মাথা ব্যথা, মাইগ্রেইন, মাংসপেশীর ব্যথা, পিঠে ব্যথা, দাঁত ব্যথা এবং ঋতুস্রাব জনিত ব্যথা।
মাত্রা ও ব্যবহার বিধি : ১-২ টি ট্যাবলেট ৬ ঘন্টা পর পর। দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট। ১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে অনুমোদিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া : নিউট্রোপেনিয়া, গ্যাস্ট্রো ইন্টেসটাইনাল সমস্যা ইত্যাদি।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এটা ক্লোরামফেনিকল এবং কুমারিনের রক্ত জমাট বিরোধী গুন বাড়িয়ে দেয়। অ্যালকোহল সেবনকারী অথবা যে সমস্ত রোগী খিঁচুনীর ওষুধ সেবন করছেন তাদের ক্ষেত্রে প্যারাসিটামলের মাধ্যমে যকৃতে বিষক্রিয়া তৈরীর ঝুঁকি বাড়তে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : প্যারাসিটামল গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নিরাপদ সত্ত্বেও ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।
0 Comments