Diphenhydramin Hydrochloride 10mg / 5ml Syrup

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

Diphenhydramine Hcl

ingredients: Diphenhydramin Hydrochloride 10mg / 5ml Syrup


Diphenhydramin Hcl_ Drugs club


Instructions: Effective nasal inflammation, nausea, eye glow, etc. Articaria is used successfully if anything is eaten or touches. It can be used in vomiting, travel sickness, cold cough.


Dimensions and usage rules: For adults and children over 12 years: 2-3 teaspoons (12.5-225 ml) 3-4 times a day. For children aged 6 to 12 years: 1 to 2 teaspoons 3 to 4 times a day. For children of 1 to 6 years old: 1 / 2-1 teaspoon 3 to 4 times a day.


Alerts and in which cases can not be used: Be careful to run cars and heavy machines. Not directed to diaphonhydramine hydrochloride, which is highly sensitive. Not directed for newborns.


Side effects: In some cases, headache can be dry, dry face, nausea, etc.


Use during pregnancy and breastfeeding: Pregnant mothers can be accepted if there is a lot of urgency. Not directed to breastfeeding mothers.


উপাদান : ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড ১০ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।


নির্দেশনা : নাকে প্রদাহ, নাক-চোখে সর্দি ঝরা, চোখ লাল হয়ে প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে কার্যকরী। কোন কিছু খাওয়া বা ছোঁয়া লাগায় আর্টিকেরিয়া দেখা দিলে সফলতার সঙ্গে ব্যবহার করা হয়। বমি বমি ভাব, ভ্রমণজনিত পীড়া, ঠান্ডা কাশিতে এটা ব্যবহার করা যায়।


মাত্রা ও ব্যবহার বিধি : বয়স্ক ও ১২ বসরের বেশী বয়সের শিশুদের জন্য: ২-৩ চা চামচ (১২.৫-২৫ মি.লি.) দিনে ৩-৪ বার। ৬ থেকে ১২ বছর বয়সের শিশুদের জন্য: ১-২ চা চামচ দিনে ৩ থেকে ৪ বার। ১ থেকে ৬ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ১/২-১ চা চামচ দিনে ৩ থেকে ৪ বার।


সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : গাড়ী ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড এর প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয়। নবজাতকের ক্ষেত্রে নির্দেশিত নয়।


পার্শ্ব প্রতিক্রিয়া : কারও কারও ক্ষেত্রে মাথা ঝিমঝিম করা, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব ইত্যাদি হতে পারে।


গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তা থাকলে গ্রহন করা যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে নির্দেশিত নয়।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.