কন**ডম ব্যবহারের কিছু ভূুল

 



স্বাস্থ্যগত সমস্যা এড়াতে কনডমের সঠিক ব্যবহার অতি জরুরি বিষয়। তাই স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষায় বিশেষজ্ঞরা কনডম ব্যবহারের সুষ্ঠু ও ভুল পদ্ধতি নিয়ে নানা তথ্য প্রদান করেন। আমেরিকার সেন্টরস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, প্রাপ্তবয়স্ক পুরুষদের কনডম ব্যবহারে ভুলের হার ১৮ শতাংশ। অথচ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে কনডমের ভূমিকা ৯৮ শতাংশ। ফক্স নিউজের প্রতিবেদনে কনডম ব্যবহারের ভুল তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

১. বেশি দেরি করা : অনেকে মনে করেন, বীর্যপাতের আগেই কনডম প্রয়োজন। নর্থওয়েস্টর্ন ইউনিভার্সিটির গাইনোকলজির গবেষক লরেন স্ট্রেইচার জানান, বীর্যপাত না হলেও কনডম ছাড়া গর্ভধারণ বা যৌন সংক্রমণ থেকে নিরাপদ নন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এটি অতি জরুরি।

২. ঠিক আছে তো? : ৮৩ শতাংশ নারী এবং ৭৫ শতাংশ পুরুষ কনডম ব্যবহারের আগে তা ঠিক রয়েছে কিনা তা পরখ করেন না। কনডম একটু বেশি চটচটে বা কুঁচকানো বা ভাঁজ খেয়ে রয়েছে কিনা তা ব্যবহারের আগে দেখে নিতে হয়।

৩. ভুল পদ্ধতিতে ধারণ : নিজেরই পরতে হয় এবং তা বেশ সহজ মন হয়। কিন্তু এ সাধারণ কাজেও যথেষ্ট ভুলের হার লক্ষ করা গেছে। কনডমের প্যাকেটে পরিধানের সঠিক পদ্ধতি লেখা রয়েছে। যাদের বুঝতে সমস্যা তারাও ধরতে পারবেন কিভাবে এটি পরতে হবে। মনে রাখবেন, কনডমের পুরোটুকু পুরুষাঙ্গ বরাবর নামিয়ে নিন। পরার আগে আঙুলের চাপে  কনডমের অগ্রভাগের বাতাস বের করে নেবেন।

৪. দুটো কনডমের ব্যবহার : খুব সাধারণ অংকের হিসাব। একটি কনডম গর্ভধারণ প্রতিরোধ করে। কাজেই একসঙ্গে দুটো ব্যবহার করলে তো নিশ্চিন্ত। অথচ দুটো কনডম ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ বোকামি আর হয় না। এতে ওপরেরটি যেকোনো সময় পিছলে বেরিয় যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। কাজেই এটি মারাত্মক বিপদে ফেলে দিতে পারে সঙ্গিনীকে।

৫. খুব দ্রুত খুলে ফেলা : বেশি দেরিতে পরা যেমন বিপদজনক, তেমনি ঝুঁকিতে ফেলবে বেশি আগে খুলে ফেলা হলে। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ১৩.৬ থেকে ৪৪.৭ শতাংশ মানুষ যৌনক্রিয়া শেষ হওয়ার আগেই  কনডম খুলে ফেলেন। বেশিরভাগ ক্ষেত্রেই কনডম খুলে ফেলার পর বীর্যপাতের ঘটনা ঘটে।

৬. ভুল আকার বেছে নেওয়া : ‘ওয়ান সাইজ ফিটস অল’ পদ্ধতিতে কনডম তৈরি করা হয় না। পুরুষাঙ্গে আকারে ভিন্নতা রয়েছে। আকার বুঝে কনডম ব্যবহার করা উচিত। কনডম ছোট হলে তা ফেটে যাওয়ার সম্ভবনা থাকে। আবার বড় হলে তা যৌনকর্মের সময় বেরিয়ে আসার সম্ভাবনা থেকেই যায়। কাজেই আকার বুঝে কিনতে হবে।

৭. ওরাল সেক্সকে নিরাপদ মনে করা : কনডমের বিষয়ে সচেতন থাকার পরও যৌনসংক্রমণ ঘটে যেতে পারে ওরাল সেক্সের কারণে। মুখের লালায় ব্যাকটেরিয়া থাকে যা দেহের স্পর্শকাতর অংশে সংক্রমিত হতে পারে। তাই নগ্ন স্পর্শকাতর ত্বকে ওরাল সেক্স এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। এ ক্ষেত্রেও কনডম নিরাপত্তা দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

৮. ভুল লুব্রিকেন্ট বেছে নেওয়া : কনডমকে পিচ্ছিল ও আরামদায়ক করার অন্যতম উপাদান লুব্রিকেন্ট। এ কাজে ভুল লুব্রিকেন্ট ব্যবহারে ক্ষতি হয়ে যেতে পারে। উন্নতমানের লুব্রি ব্যবহার বাঞ্ছনীয়। কারণ যেকোনো তৈলাক্ত পদার্থ কনডমকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

৯. ভুল উপায়ে সংরক্ষণ : মানিব্যাগে বা প্যান্টের পকেটে কনডম রেখে দেওয়া উচিত নয়। এতে কনডমের রাবারের দেহ ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যবহারের সময় ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। উন্নতমানের কনডমও চাপের মধ্যে রেখে দিলে তা নষ্ট হবে বলে ধরেই নেওয়া যায়।

১০. একেবারেই ব্যবহার না করা : অনেকেই কনডম ব্যবহার মোটেও পছন্দ করেন না। অথচ বিশেষজ্ঞরা বলেন, যার সঙ্গেই সংগম করেন না কেন, কনডমই একমাত্র নিরাপদ ব্যবস্থা।  

=কন*ডম ব্যবহারের কিছু ভূুল

Health Quarter
Like Page: https://www.facebook.com/HealthQuarte…

Web:https://banglanewsexpress.com/

আগের ভিডিও গুলো দেখুন:
=আসলে মেহ রোগের কি, মেহ রোগের লক্ষণ ও প্রতিকার
https://youtu.be/Ne4vg6UhkAU
=ফ্যাটি লিভার থেকে মুক্তির পেতে করণিয় কাজ কি কি
https://youtu.be/5POciZCXdmM
=যে খেয়ে আমরা Testosterone বাড়ে পারি।
https://youtu.be/6BhTngDgbG0
= ঘুম না হলে যে ঔষধ খেতে পারেন |
https://youtu.be/Vczg3EiYtRM
= মেথির গুঁড়ো শরবত কিভাবে বানাবেন
https://youtu.be/8XKEZ3_2J5Q
= কাঁঠালের বিচির পুষ্টিগুণ
https://youtu.be/41GryvuPh9I
= পায়ে রক্ত জমাট বাঁধা প্রতিরোধের উপায়
https://youtu.be/f9SnBTCRuEQ
= যা খাবেন আর যা খাবেন না।
https://youtu.be/ppb04AHFrzc
= ডেক্সামেথাসন সেবনে মৃত্যুও হতে পারে
https://youtu.be/foJDyhQi64A
= ইসলামিক মতে যে সকল গুন/ দোষ থাকলে ঐ ছেলেকে বিয়ে উচিৎ না
https://youtu.be/dA9hw9QwNBU
= দ্রুত মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায়।
https://youtu.be/AmpbVnlusTI
= ডায়াবেটিস চিকিৎসা মাত্র ১ মাসেই নিয়ন্ত্রণ করুন
https://youtu.be/L48ABrHCJhw
= আমের আঁটি বা বীজেও রয়েছে নানা উপকারিতা
https://youtu.be/qUHZd6JQgpI
= আমার বিয়ের পরে যে সকল পরিবর্তন গুলো হলো
https://youtu.be/KYTFCaQXlDA
= আপনার বেবিকে কোন কাজ কাজগুলো করবেন আর করবেন না
https://youtu.be/HreGNMwSKDg
= লবঙ্গ খাওয়ার অজানা উপকারিতা
https://youtu.be/rrLwuwBoMr8
=আমি যেভাবে ডায়াবেটিস থেকে সুস্থ হয়ে গেলাম সেই গল্প।।
https://youtu.be/hC70-bvfJ6E
=ভুলে ও এই খাবার গুলো এক সাথে খাবেন না ।
https://youtu.be/NWQGSdHb334
=আম নিয়ে যত কথা কাচা, পাকা,।।
https://youtu.be/1JSC2Y9MmEU
= সকালে স্ত্রী সাথে কিছু সুফল।।
https://youtu.be/kThw66LlQNo

=====================================
Tags

Health Books-BD #হেলথবুকসবিডি

Health_Books_BD #Halth_books_large#Health_BD #Books_BD #Health Quarter #Health_Quarter #health quarter #health_quarter #HEALTH QUARTER #HEALTH_QUARTER #health_quarter #HEALTH #QUARTER #HEALTH_QUARTER #হেলথ কোয়ার্টার #হেলথকিউটার #হেলথ কোয়াটার #হেলথকোয়ার্টার #স্বাস্থ্য #কোয়ার্টার #হিলথ_কোয়াটার

Realy Tag:

কনডম ব্যবহারের কিছু ভুল দিক,

ভারতে কনডম কেন অজনপ্রিয়?,

নিরাপদ মিলনের প্রতি আগ্রহ কি,

কনডম নিয়ে ভুল ধারণা ,

কনডম কিছু ভুল দিক ব্যবহারের ,

বাংলাদেশে তে কনডম কেন অজনপ্রিয়?,

মিলনের প্রতি আগ্রহ কি নিরাপদ ,

নিয়ে ভুল ধারণা কনডমের,

Kanaḍama byabahārēra kichu bhula dika,

bhāratē kanaḍama kēna ajanapriẏa?,

Nirāpada milanēra prati āgraha ki,

kanaḍama niẏē bhula dhāraṇā,

kanaḍama kichu bhula dika byabahārēra,

bānlādēśē tē kanaḍama kēna ajanapriẏa?,

Milanēra prati āgraha ki nirāpada,

#niẏē bhula dhāraṇā kanaḍamēra,

Channel Disclaimer :- (•̪●) আসসালামু আলাইকুম।
♥ খাদ্যর নানা রকেমের গুন ♥ কোন ফলে কোন ভিটামিন থাকে
♥ কোন ভিটামিন কোন রোগ সারাতে সাহায্য করে । ♥ পুরুষের গোপন অঙ্গের যাবতীয় সমস্যার সমাধান♥ গোপন সমস্যার যাবতীয় সমাধান সমস্যার ♥ ডায়াবেটিস নিরাময়
♥ ব্যক্তিক্রম কিছু জানানর জন্য আমাদের সাখে থাকুন— ♥রোগ নিরাময়
(•̪●) সবাই চ্যানেলটি সাবস্কাইব করবেন+ লাইক +কমেন্ট + শেয়ার করবেন।।।
আয়ুর্বেদ চিকিৎসা বা বৈজ্ঞানিক জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে আমাদের চ্যানেল।
Background Music : https://youtu.be/n2oTA5JSk80
Subscribe to our Channel
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল video দিতে সাহস পাই।
………ধন্যবাদ

Our_Emali:

banglanewsexpress520@gmail.com
musicbus.bd.bangladesh@gmail.com


0 Comments

Advertisement 2

Advertisement 3

Advertisement 4