ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন, সূচক কমলেও বেড়েছে লেনদেন


সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার পুঁজিবাজারে সূচক কমেছে। তবে এ দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বাড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে। এ দিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে যথাক্রমে ১১২০ ও ১৬৯৫ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল বুধবার ডিএসইতে ৯১৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ৬১ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৫৩ কোটি টাকার।

এ দিন ডিএসইতে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টি কোম্পানির কমেছে ১৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলোÑ প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, সন্ধানী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৭ পয়েন্টে। এ দিন সিএসইতে হাত বদল হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। গতকাল বুধবার সিএসইতে ৬০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৪৯ লাখ টাকার।

ব্লক মার্কেট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার ব্লক মার্কেটে মোট ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৩ লাখ ৭১ হাজার ৫২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সিটি ব্যাংক ৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এনসিসি ব্যাংক ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ ব্যাংক এশিয়া, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এফবিএফআইএফ, ফাইন ফুডস, ইন্দো-বাংলা ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, সামিট পাওয়ার, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র/ নয়াদিগন্ত

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies