নিস্তেজ লি*ঙ্গ ঠিক করার উপায়

0

 


নিস্তেজ লি**ঙ্গ ঠিক করার উপায়


কেন লিঙ্গ নিস্তেজ হয়? আপনি নারীর কাছে গেলেই খুব অল্পতেই শেষ হয়ে লিঙ্গ আর খাড়া হয় না? দেহে শক্তি আছে কিন্তু লিঙ্গে শক্তি নাই?


এমন পুরুষ খুব অসহায় নারীর কাছে। আমাদের লিঙ্গে আছে অনেক গুলো শিরা। এই শিরা গুলোই আমাদের লিঙ্গ কে খাড়া ও শক্ত করে।


এই শিরা গুলোকে একজন পুরুষ নষ্ট করে নিজ হাতে। আর সেটা হল হস্তমৈথুন। লিঙ্গের শিরা গুলো তে সঠিক ভাবে রক্ত চলাচল করলে লিঙ্গ সঠিক থাকতো। হস্তমৈথুনের ফলে লিঙ্গের শিরাগুলো শুকিয়ে বা চুপসে যায় ফলে রক্ত চলাচল দ্রুত করতে পারে না।তাই লিঙ্গ শক্তি পায়না।


নিস্তেজ হয়ে যায়। এর সমাধান দ্রুত করা যাবে না। সময় নিয়ে চিকিৎসা করতে হবে। অথ্যাৎ ৩০ থেকে ৪০ দিন ঔষধ খেলে ভাল হওয়া সম্ভব।


লিঙ্গের শিরাগুলো সতেজ করে ধীরে ধীরে কাজ করবে। আপনি ঔষধ টা খেলে স্থায়ীভাবে ভাল হবেন ইনশাআল্লাহ।


উপাদানসমূহ


আমলকি চূর্ণ ২০০ গ্রাম


অশ্বগন্ধা চূর্ণ ১০০ গ্রাম


শিমুল মূল চূর্ণ ১০০ গ্রাম


দ্রাক্ষা চূর্ণ ৫০ গ্রাম


শতমূল চূর্ণ ১০০ গ্রাম


কাবাব চিনি চূর্ণ ১০০ গ্রাম


কালো গোলমরিচ চূর্ণ ৫০ গ্রাম


হরিতকী চূর্ণ ১০০ গ্রাম


জাফরান ২ গ্রাম


খাঁটি মধু ৫০০ গ্রাম


খাঁটি ঘি ২০০ গ্রাম


প্রস্তুত প্রণালীঃ উপরোক্ত উপাদান সমূহ ভালোভাবে শুকিয়ে, ঘি এবং মধু দ্বারা হালুয়া তৈরি করে , ভালো একটি কৌটায় ভরে রেখে দিবেন।


সেবনবিধিঃ প্রতিদিন সকালে খালি পেটে এবং রাতে ভরা পেটে ২ চা চামচ পরিমাণ ঔষধ সেবন করতে হবে,


পাশাপাশি প্রতিদিন ২৫০ গ্রাম দুধ ও দুটো ডিম খেতে হবে।বিস্তারিত জানতে ইনবস্ক করুন!

Post a Comment

0Comments
Post a Comment (0)

ads1

ads 2

 


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !