শিশুকে বলাৎকার প্রতিবেশি যুবকের

 

গাইবান্ধার সাদুল্লাপুরে ১০ বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাকিল শেখ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বর্তমানে অসুস্থ শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল বুধবার রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবক উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের মাজেদ শেখের ছেলে।শিশুটির বাবা জানান,

মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে সুপারি কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় শাকিল। এরপর শিশুটিকে একটি সুপারির বাগানে নিয়ে বলাৎকার করে। নির্যাতনের কারণে ছেলের মলদ্বার ফেটে রক্তক্ষরণ হয়।

পরে ছেলেকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে শাকিল বাড়ি ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র/ আমাদের সময়


Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2