#Post ADS3

advertisement

ভিটামিন বি কমপ্লেক্স, Vitamin B Complex

Vitamin B Complex.

Medicine


Ingredients: (Thiamine Hydrochloride 5 mg, Riboflavin 2 mg, pyridoxine hydrochloride 2 mg and nicotinamide 20 mg) / tablets, capsules and 5 ml each. Syrup (Thiamin hydrochloride 50 mg, riboflavin 4 mg, pyridoxine hydrochloride 10 mg, nicotinamide 100 mg, d-panthenal 5 mg) / injection.

Instructions: Use of mouth, lip or tongue tongue, bariribi, and nerve inflammation, the health of children's early life and increased control, adult hunger, B vitamins, especially during pregnancy, during breastfeeding or deficiencies in certain diets.

Dimensions and Usage Rules: Tablets / capsules: 1 to 2 times a day, or according to the doctor's advice. Syrup: 2-3 tablespoons of the day Injection: Only for muscles or veins, 2 ml According to the advice of the day or the doctor.

Warning and in which cases can not be used: Vitamin B complex can not be used for extremely sensitive patients.

Side effects: In some cases, allergic reactions can occur.

Use during pregnancy and breastfeeding: During pregnancy and during breastfeeding, it can be safely used.

ভিটামিন বি কমপ্লেক্স।

উপাদান : (থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫ মি.গ্রা., রিবোফ্ল্যাভিন ২ মি.গ্রা., পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ২ মি.গ্রা. এবং নিকোটিনামাইড ২০ মি.গ্রা.)/ট্যাবলেট, ক্যাপসুল ও প্রতি ৫ মি.লি. সিরাপ। (থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫০ মি.গ্রা., রিবোফ্ল্যাভিন ৪ মি.গ্রা., পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ১০ মি.গ্রা., নিকোটিনামাইড ১০০ মি.গ্রা., ডি-প্যানথেনল ৫ মি.গ্রা.)/ইঞ্জেকশন।

নির্দেশনা : মুখে, ঠোঁটে অথবা জিহবায় ঘা, বেরিবেরি, এবং স্নায়ু প্রদাহ, শিশুদের প্রারম্ভিক জীবনের স্বাস্থ্য এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ, বয়স্কদের ক্ষুধামন্দা, বি ভিটামিনের অভাব পূরণে, বিশেষতঃ গর্ভাবস্থায়, স্তন্যদানকালে অথবা নির্দিষ্ট খাবার গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে ঘাটতি দেখা দিলে ব্যবহার্য।

মাত্রা ও ব্যবহার বিধি : ট্যাবলেট/ক্যাপসুল : ১-২টি দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। সিরাপ : দিনে ২-৩ চা চামচ। ইঞ্জেকশন : কেবলমাত্র মাংসপেশীতে বা শিরায় ব্যবহারের জন্য, ২ মি.লি. দিনে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : ভিটামিন বি কমপ্লেক্স এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া : কিছু ক্ষেত্রে এলার্জিক বিক্রিয়া দেখা দিতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদে ব্যবহার করা যেতে পারে।

Post a Comment

0 Comments

advertisement

advertisement