#Post ADS3

advertisement

Rosuvastatin, রসুভাসটেটিন

Rosuvastatin, রসুভাসটেটিন


Ingredients: 10 mg of Rosuvastatin, 20 mg. Tablet

Instructions: Hypercholesterolemia, mixed dislipidemia.

Dosage: 10mg / 20mg Every day

Warnings and in which cases can not be used: hyperactivity, active liver disease, unexpanded transminease can not be given to patients.

Side effects: The side effects that are usually seen are muscular pain, constipation, weakness, abdominal pain and vomiting.

Reaction with other drugs: Irathromecin, Itracagonal, Flukonal, Warfarin, Gemfibrigil, Antacid and Birth control pills.

Use during pregnancy and breastfeeding: Women should be used for pregnancy only when the probability of pregnancy is very low. If the drug is detected during pregnancy, then the lymph node should be stopped. It is not known whether mother's milk is emptying.


উপাদান : রসুভাসটেটিন ১০ মি.গ্রা., ২০ মি.গ্রা. ট্যাবলেট।

নির্দেশনা : হাইপারকোলেস্টেরোলেমিয়া, মিক্সড ডিসলিপিডিমিয়া।

মাত্রা ও ব্যবহার বিধি : ১০ মি.গ্রা./ ২০ মি.গ্রা. প্রতিদিন একবার।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : অতিসংবেদনশীলতা, সক্রিয় যকৃতের রোগ, আনএক্সপেইনড ট্রান্সএমাইনেজ বৃদ্ধির রোগীদেরকে দেয়া যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া : যে সব পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় সেগুলো হচ্ছে মাংসপেশীর ব্যথা, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, পেটে ব্যথা এবং বমি ভাব।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :ইরাইথ্রোমাইসিন, ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, ওয়ারফারিন, জেমফিব্রজিল, এন্টাসিড এবং জন্মনিয়ন্ত্রণ বড়ি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :গর্ভধারণক্ষম মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত তখনই যখন গর্ভধারণের সম্ভাবনা খুবই কম। এ ওষুধ খাবার সময় গর্ভাবস্থা ধরা পড়লে তখনই রসুভাসটেটিন বন্ধ করতে হবে। মায়ের দুধে নিঃসরণ হয় কিনা জানা যায়নি।

Post a Comment

0 Comments

advertisement

advertisement