Permethrin, পারমেথ্রিন টপিকাল: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া

Permethrin, পারমেথ্রিন টপিকাল: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া


Ingredients: Parmethrine 5% cream.

Instructions: Guided for the treatment of Scabex.

Dimensions and Usage Rules:

Dimensions and Usage
Paraththrine 15 grams
Paraththrine 30 grams
For adults and children (over 12 years)
Two complete tubes
A complete tube
For kids aged 6-12
A complete tube
Up to 1/2 parts of a tube
For kids aged 1-5
Up to 1/2 parts of a tube
Up to 1/4 of a tube
For children from 2 months to 1 year old
Up to 1/4 of a tube
Up to 1/8 of a tube

Warning and in which case it can not be used: It can not be used for very sensitive ones.

Side effect: Unsteady on the skin, mainly flammable, staining or tingling occurs. Irathrima, edema, eczema, rashes and pruritus can occur.

Response to other drugs: Treatment of any eczema disease by corticosteroids should be stopped at the time of permethrin.

Use during pregnancy and breastfeeding: Should not be used during pregnancy and for breastfeeding mothers.



উপাদান :
 পারমেথ্রিন ৫% ক্রীম।

নির্দেশনা : স্ক্যাবিস-এর চিকিৎসার জন্য নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

মাত্রা ও ব্যাবহারবিধিপারমেথ্রিন১৫ গ্রামপারমেথ্রিন৩০ গ্রাম
প্রাপ্ত বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে (১২ বছরের উপরে)দুইটি সম্পূর্ণ টিউবএকটি সম্পূর্ণ টিউব
৬-১২ বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রেএকটি সম্পূর্ণ টিউবএকটি টিউবের ১/২ অংশ পর্যন্ত
১-৫ বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রেএকটি টিউবের ১/২ অংশ পর্যন্তএকটি টিউবের ১/৪ অংশ পর্যন্ত
২ মাস থেকে ১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রেএকটি টিউবের ১/৪ অংশ পর্যন্তএকটি টিউবের ১/৮ অংশ পর্যন্ত

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : অতি সংবেদনশীলদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া : ত্বকে অস্বস্থি, প্রধানত : জ্বলুনি, স্টিনজিং অথবা টিংলিং দেখা দেয়। ইরাইথ্রেমা, ইডিমা, এক্‌জিমা, র‌্যাশ এবং প্রুরিটাস দেখা দিতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : পারমেথ্রিন প্রয়োগকালীন সময়ে কর্টিকোস্টেরয়েড দ্বারা যেকোন এক্‌জিমা জাতীয় রোগের চিকিৎসা বন্ধ রাখতে হবে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভকালীন সময়ে এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

0 Comments

Advertisement 2

Advertisement 3

Advertisement 4