Ingredients: Meloxicum 15mg Tablet
Instructions: Sudden-arthritis, rheumatoid arthritis and enkelosing spondylitis.
Dimensions and Usage Rules: 7.5-15 mg Every day
Warning and in which cases can not be used: Maloxicum can not be used for sensitive patients. Due to the use of aspirin or any other nonsteroidal anti-inflammatory medicines, it is better not to eat the patient's symptoms like asthma, nose polyps, NGO-neurotica edema and atherica. Melokicum can not be used if there is an absence of Papatic ulcer, liver swelling, kidney failure, digestive blood circulation or brain circulation.
Side effects: Vomiting, nausea, stomach ache, indigestion, constipation or diarrhea may occur. Ulcerative or digestive system may rarely cause blood transfusion. Some patients who are sensitive to aspirin and other nonsteroidal anti-inflammatory medicines may experience asthma. During treatment, water may be mixed with hands or legs. Headache, dizziness, sleeping, itching, etc. may occur.
Response with other drugs: Nonstandard drugs, antioxidants, heparin, ticopidin, lithium, methotrexate and intrauterine birth control devices.
Use during pregnancy and breastfeeding: It is advised not to use during pregnancy. It is better not to give breastfeeding to the mothers.
উপাদান : মেলোক্সিকাম ১৫ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা : অষ্টিও-আরথ্রাইটিস, রিউমাটয়েড আরথ্রাইটিস এবং এনকাইলোজিং স্পন্ডিলাইটিস।
মাত্রা ও ব্যবহার বিধি : ৭.৫-১৫ মি.গ্রা. প্রতিদিন একবার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : মেলোক্সিকামের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এসপিরিন কিংবা অন্য কোন ননস্টেরয়ডাল প্রদাহনাশক ওষুধ ব্যবহার করার ফলে যে সব রোগীর অ্যাজমা, নাকের পলিপ, এনজিও- নিউরোটিক ইডিমা কিংবা আটির্কারিয়া দেখা গেছে সে সব রোগীর মেলোক্সিকাম না খাওয়াই উত্তম। পেপটিক আলসার, যকৃতের তীব্র অকাযর্কারিতা, কিডনীর তীব্র অকাযর্কারিতা, পরিপাকতনের্ত্র রক্তরণ কিংবা মস্তিষ্কের রক্তরণ বিদ্যমান থাকলে মেলোক্সিকাম ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : বমি, বমি বমি ভাব, পেটের ব্যথা, বদহজম, কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া দেখা দিতে পারে। আলসার কিংবা পরিপাকতন্ত্রে কদাচিৎ রক্তরণ দেখা দিতে পারে। কিছু রোগী যারা এসপিরিন ও অন্যান্য ননস্টেরয়েডাল প্রদাহনাশক ওষুধের প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে অ্যাজমা দেখা দিতে পারে। চিকিৎসার সময় হাতে কিংবা পায়ে পানি জমে যেতে পারে। মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ননস্টেরয়ডাল প্রদাহনাশক ওষুধ, এ্যান্টি-কোয়াগুল্যান্ট, হেপারিন, টিকোপিডিন, লিথিয়াম, মিথোট্রেক্সেট এবং ইনট্রাইউটেরাইন জন্মনিরোধক ডিভাইস।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় ব্যবহার না করার জন্য উপদেশ দেওয়া হয়। স্তন্যদানরত মায়েদের না দেওয়াই উত্তম।
0 Comments