Material: Levosalbutamol 50 microgram / puff inhaler.
Instructions: There are reversible obstructive airway disorders - indicated in the treatment or prevention of adult and children of 4 years or more of bronchoscopy.
Dimensions and Usage Rules: For adults and children (above 4 years of age): 3-4 times daily by 1 or 2 puffs (according to doctor's advice).
Warnings and the areas which can not be used: Very sensitive to any of the components.
Side effects: decreased levels of potassium in the body, increase heart rate, and muscle tremors.
Use during pregnancy and breastfeeding: It should be used during pregnancy by checking the potential benefits of the fetus. Mammary mothers should be used with caution.
উপাদান : লিভোসালবিউটামল ৫০ মাইক্রোগ্রাম/পাফ ইনহেলার।
নির্দেশনা : রিভার্সিবল অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে এমন- প্রাপ্তবয়স্ক ও ৪ বছর বা তদুর্ধ্বো শিশুদের ব্রঙ্কোস্পাজম-এর চিকিৎসায় অথবা প্রতিরোধে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্ত বয়স্ক ও শিশুদের (৪ বছরের উর্দ্ধে) ক্ষেত্রে: ১ অথবা ২ পাফ্ করে দৈনিক ৩-৪ বার (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়া : শরীরে পটাসিয়ামের মাত্রা কমে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাংসপেশীর সুক্ষ্ণ কাঁপুনি ইত্যাদি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ভ্রুণের প্রতি ঝুঁকির সাথে সম্ভাব্য লাভের বিষয়টি যাচাই করে এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত।
উপাদান : লিভোসালবিউটামল ৫০ মাইক্রোগ্রাম/পাফ ইনহেলার।
নির্দেশনা : রিভার্সিবল অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে এমন- প্রাপ্তবয়স্ক ও ৪ বছর বা তদুর্ধ্বো শিশুদের ব্রঙ্কোস্পাজম-এর চিকিৎসায় অথবা প্রতিরোধে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্ত বয়স্ক ও শিশুদের (৪ বছরের উর্দ্ধে) ক্ষেত্রে: ১ অথবা ২ পাফ্ করে দৈনিক ৩-৪ বার (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়া : শরীরে পটাসিয়ামের মাত্রা কমে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাংসপেশীর সুক্ষ্ণ কাঁপুনি ইত্যাদি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ভ্রুণের প্রতি ঝুঁকির সাথে সম্ভাব্য লাভের বিষয়টি যাচাই করে এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত।