Lidocaine BP 10 mg by providing every spray of the material. .
Use: as a topical anesthetic (lidocaine) is used in the following cases: Pain, pain and throat pain during surgery. To prevent pain or discomfort during dental treatment (eg before giving injection) To prevent coughing during centralized anesthesia, prevent the pain before cutting and straining the perineum in the final step of childbirth.
Dose and Usage: 10mg per spray Lidocaine supplies. The maximum dose is 20 spray (200 mg). The normal level of teeth is 1-5 spray. Two sprayers per mouth should be sprayed. 30m At most 3 sprayes can be given at the time. Three sprayers are used in the treatment of sinus. In case of throat and ventilation, up to 20 spray may be needed. There may be up to 20 sprays during childbirth. For children of 3 to 12 years of age, the dosage has to be reduced. Lidocaine spray is not directed for children of 3 years of age. Excessiveness: Feeling of head light, niggling, dizziness, blurred vision During the risky excess, the body may cause trembling, cesarean or unconsciousness.
Side effects: Skin ankle, junk, breathing difficulties, chest pain, severe itching, excessive sweating, and impairedness.
Interrelationship: The patients referred to in cases of myasthenia greys, epilepsy, defective heart or liver damage.
Use during pregnancy and breastfeeding: No research has been done about this. Pregnant women can be given by the doctor's instructions. Lidocaine may be slightly emitted in breast milk, but there is less chance of loss.
উপাদান প্রতি স্প্রে সরবরাহ করে লিডোকেইন বিপি ১০ মি.গ্রা. ।
ব্যবহার : টপিক্যাল চেতনানাশকারী হিসেবে (লিডোকেইন) নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়নাক, কান ও গলার ছোট ছোট অস্ত্রোপচারের সময় ব্যথারোধক হিসেবে। দাঁতের চিকিৎসার সময় ব্যথা বা অস্বস্তি প্রতিরোধে (যেমন- ইঞ্জেক্শন দেবার আগে) কেন্দ্রীয় চেতনানাশের সময় কাশি প্রতিরোধ করতে বাচ্চা প্রসবের চূড়ান্ত ধাপে পেরিনিয়ামের কাটা ও সেলাইয়ের পূর্বে ব্যথা রোধ করতে।
মাত্রা ও ব্যবহারবিধি : প্রতি স্প্রে ১০ মি.গ্রা. লিডোকেইন সরবরাহ করে। সর্বোচ্চ মাত্রা হচ্ছে ২০ স্প্রে (২০০ মি.গ্রা.) দাঁতের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা হচ্ছে ১-৫ স্প্রে। মুখের প্রতি কোয়ার্টারে ২টি করে স্প্রে দিতে হবে। ৩০ মি. সময়ে সর্বোচ্চ ৩টি স্প্রে দেয়া যাবে। সাইনাসের চিকিৎসায় ৩টি স্প্রে ব্যবহৃত হয়। গলা ও বায়ুনালীর ক্ষেত্রে ২০ স্প্রে পর্যন্ত প্রয়োজন হতে পারে। বাচ্চা প্রসবের সময় ২০ স্প্রে পর্যন্ত প্রয়োজন হতে পারে। ৩-১২ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ডোজ কমাতে হবে। ৩ বৎসরের ছোট শিশুদের ক্ষেত্রে লিডোকেইন স্প্রে নির্দেশিত নয়।
মাত্রাধিক্যতা : মাথা হালকা বোধ হওয়া, তন্দ্রাচ্ছন্নতা, মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি। ঝুঁকিপূর্ণ মাত্রাধিক্যের সময় শরীর কাঁপা, সিজার বা অচেতন হওয়ার ঘটনা ঘটতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া : ত্বকের চুলকানি, ঝিঁমুনি, শ্বাস-প্রশ্বাসে কষ্ট, বুকে ব্যথা, মারাত্মক চুলকানি, বেশি ঘাম হওয়া এবং অনুভূতিহীনতা।
প্রতিনির্দেশনা : যেসব রোগীদের মাইঅ্যাসথেনিয়া গ্রেভিস, মৃগীরোগ, ত্রুটিপূর্ণ হৃদপিন্ড বা যকৃতের ক্ষয় হয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : এ সম্পর্কে কোন গবেষণা করা হয়নি। চিকিৎসকের নির্দেশমত গর্ভবতী মহিলাদের দেয়া যাবে। মাতৃদুগ্ধে লিডোকেইন সামান্য নিঃসৃত হতে পারে, তবে ক্ষতির সম্ভাবনা কম।
উপাদান প্রতি স্প্রে সরবরাহ করে লিডোকেইন বিপি ১০ মি.গ্রা. ।
ব্যবহার : টপিক্যাল চেতনানাশকারী হিসেবে (লিডোকেইন) নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়নাক, কান ও গলার ছোট ছোট অস্ত্রোপচারের সময় ব্যথারোধক হিসেবে। দাঁতের চিকিৎসার সময় ব্যথা বা অস্বস্তি প্রতিরোধে (যেমন- ইঞ্জেক্শন দেবার আগে) কেন্দ্রীয় চেতনানাশের সময় কাশি প্রতিরোধ করতে বাচ্চা প্রসবের চূড়ান্ত ধাপে পেরিনিয়ামের কাটা ও সেলাইয়ের পূর্বে ব্যথা রোধ করতে।
মাত্রা ও ব্যবহারবিধি : প্রতি স্প্রে ১০ মি.গ্রা. লিডোকেইন সরবরাহ করে। সর্বোচ্চ মাত্রা হচ্ছে ২০ স্প্রে (২০০ মি.গ্রা.) দাঁতের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা হচ্ছে ১-৫ স্প্রে। মুখের প্রতি কোয়ার্টারে ২টি করে স্প্রে দিতে হবে। ৩০ মি. সময়ে সর্বোচ্চ ৩টি স্প্রে দেয়া যাবে। সাইনাসের চিকিৎসায় ৩টি স্প্রে ব্যবহৃত হয়। গলা ও বায়ুনালীর ক্ষেত্রে ২০ স্প্রে পর্যন্ত প্রয়োজন হতে পারে। বাচ্চা প্রসবের সময় ২০ স্প্রে পর্যন্ত প্রয়োজন হতে পারে। ৩-১২ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ডোজ কমাতে হবে। ৩ বৎসরের ছোট শিশুদের ক্ষেত্রে লিডোকেইন স্প্রে নির্দেশিত নয়।
মাত্রাধিক্যতা : মাথা হালকা বোধ হওয়া, তন্দ্রাচ্ছন্নতা, মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি। ঝুঁকিপূর্ণ মাত্রাধিক্যের সময় শরীর কাঁপা, সিজার বা অচেতন হওয়ার ঘটনা ঘটতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া : ত্বকের চুলকানি, ঝিঁমুনি, শ্বাস-প্রশ্বাসে কষ্ট, বুকে ব্যথা, মারাত্মক চুলকানি, বেশি ঘাম হওয়া এবং অনুভূতিহীনতা।
প্রতিনির্দেশনা : যেসব রোগীদের মাইঅ্যাসথেনিয়া গ্রেভিস, মৃগীরোগ, ত্রুটিপূর্ণ হৃদপিন্ড বা যকৃতের ক্ষয় হয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : এ সম্পর্কে কোন গবেষণা করা হয়নি। চিকিৎসকের নির্দেশমত গর্ভবতী মহিলাদের দেয়া যাবে। মাতৃদুগ্ধে লিডোকেইন সামান্য নিঃসৃত হতে পারে, তবে ক্ষতির সম্ভাবনা কম।
0 Comments