Desloratadine, ডেসলোরাটাডিন ৫ মি.গ্রা

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
Ingredients: Desoloratadine 5 mg. Tablet and 2.5 mg / 5 ml Syrup

Instructions: Allergic rhinitis, chronic idiopathic artistry. Dimensions and Usage Rules: Adult and Above 12 Years: Tablets: A Desloratadine 5mg Once a day Syrup: 10 ml (2 teaspoons) once a day. For children aged 6-11 years: Tablet: 2.5mg (Half of the 5mg tablet) once a day. Syrup: 5 ml (1 teaspoon) once a day. For children aged 1-5 years: syrup: 2.5 ml (Half a teaspoon) a day Syrup 2 ml for children aged 6-11 months (1 mg) a day or according to the doctor's advice.

 Alerts and in which cases can not be used: This drug or any of its components or ultrasonics against the Loretine is given to those who are referred to them. 

Side effect: Usually breathtaking. Even then, there may be dry mouth, fatigue, muscle pain, head ache, head sweating, nausea, indigestion etc. Response to other drugs: There is no harmful effect on other drugs in clinical examination. 

Use during pregnancy and breastfeeding: should be used only when specifically needed during pregnancy.
উপাদান : ডেসলোরাটাডিন ৫ মি.গ্রা. ট্যাবলেট এবং ২.৫ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।

নির্দেশনা : এলার্জিজনিত রাইনাইটিস, ক্রণিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া।

মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উর্ধ্বে: ট্যাবলেট : একটি ডেসলোরাটাডিন ৫ মি.গ্রা. দিনে একবার। সিরাপ : ১০ মি.লি. (২ চা-চামচ) দিনে একবার। ৬-১১ বছর বয়সের শিশুদের জন্য : ট্যাবলেট: ২.৫ মি.গ্রা. (৫ মি.গ্রা. ট্যাবলেটের অর্ধেক) দিনে একবার। সিরাপ : ৫ মি.লি. (১ চা-চামচ) দিনে একবার। ১-৫ বছর বয়সের শিশুদের জন্য : সিরাপ : ২.৫ মি.লি. (অর্ধেক চা-চামচ) দিনে একবার। ৬-১১ মাস বয়সের শিশুদের জন্য সিরাপ ২ মি.লি. (১ মি.গ্রা.) দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এই ওষুধ বা এর যে কোন একটি উপাদান অথবা লোরাটাডিনের প্রতি অতিসংবেদী যারা তাদের জন্য প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া : সাধারণত সুসহনীয়। তারপরও মুখ শুকিয়ে যাওয়া, অবসাদ, মাংস পেশীতে ব্যথা, মাথা ব্যথা, মাথা ঝিম ঝিম করা, বমি বমি ভাব, বদহজম ইত্যাদি হতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ক্লিনিক্যাল পরীক্ষায় অন্য ওষুধের সাথে তেমন কোন ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়নি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভকালীন সময়ে কেবলমাত্র সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ব্যবহার করা উচিত।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.