#Post ADS3

advertisement

Desloratadine, ডেসলোরাটাডিন ৫ মি.গ্রা

Ingredients: Desoloratadine 5 mg. Tablet and 2.5 mg / 5 ml Syrup

Instructions: Allergic rhinitis, chronic idiopathic artistry. Dimensions and Usage Rules: Adult and Above 12 Years: Tablets: A Desloratadine 5mg Once a day Syrup: 10 ml (2 teaspoons) once a day. For children aged 6-11 years: Tablet: 2.5mg (Half of the 5mg tablet) once a day. Syrup: 5 ml (1 teaspoon) once a day. For children aged 1-5 years: syrup: 2.5 ml (Half a teaspoon) a day Syrup 2 ml for children aged 6-11 months (1 mg) a day or according to the doctor's advice.

 Alerts and in which cases can not be used: This drug or any of its components or ultrasonics against the Loretine is given to those who are referred to them. 

Side effect: Usually breathtaking. Even then, there may be dry mouth, fatigue, muscle pain, head ache, head sweating, nausea, indigestion etc. Response to other drugs: There is no harmful effect on other drugs in clinical examination. 

Use during pregnancy and breastfeeding: should be used only when specifically needed during pregnancy.
উপাদান : ডেসলোরাটাডিন ৫ মি.গ্রা. ট্যাবলেট এবং ২.৫ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।

নির্দেশনা : এলার্জিজনিত রাইনাইটিস, ক্রণিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া।

মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উর্ধ্বে: ট্যাবলেট : একটি ডেসলোরাটাডিন ৫ মি.গ্রা. দিনে একবার। সিরাপ : ১০ মি.লি. (২ চা-চামচ) দিনে একবার। ৬-১১ বছর বয়সের শিশুদের জন্য : ট্যাবলেট: ২.৫ মি.গ্রা. (৫ মি.গ্রা. ট্যাবলেটের অর্ধেক) দিনে একবার। সিরাপ : ৫ মি.লি. (১ চা-চামচ) দিনে একবার। ১-৫ বছর বয়সের শিশুদের জন্য : সিরাপ : ২.৫ মি.লি. (অর্ধেক চা-চামচ) দিনে একবার। ৬-১১ মাস বয়সের শিশুদের জন্য সিরাপ ২ মি.লি. (১ মি.গ্রা.) দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এই ওষুধ বা এর যে কোন একটি উপাদান অথবা লোরাটাডিনের প্রতি অতিসংবেদী যারা তাদের জন্য প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া : সাধারণত সুসহনীয়। তারপরও মুখ শুকিয়ে যাওয়া, অবসাদ, মাংস পেশীতে ব্যথা, মাথা ব্যথা, মাথা ঝিম ঝিম করা, বমি বমি ভাব, বদহজম ইত্যাদি হতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ক্লিনিক্যাল পরীক্ষায় অন্য ওষুধের সাথে তেমন কোন ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়নি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভকালীন সময়ে কেবলমাত্র সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ব্যবহার করা উচিত।

Post a Comment

0 Comments

advertisement

advertisement