#Post ADS3

advertisement

Butamirate Citrate

Material: Butamirate Citrate INN 50mg Sustainable Release Tablet.

Instructions: Butamirate citrate is used for release from dry cough (non-productive). There may be a dry cough for recent viral infections. Before and after cure, cure deficiency and bronchoscite cortisol indicated in bronchoscopy.

Dimensions and Terms of Use: Bitumariate Citrate Tablet: For aged 12 years: 1-2 tablets per day. For adults: 2-3 tablets in 8-12 hours interval.

Use during pregnancy and breastfeeding: Butamirate cetrate can not be used for the first three months during pregnancy. During the rest of the pregnancy, the doctor's advice may be used with caution. Since no information was found on the release of active ingredients in breast milk. Therefore, if the expected benefit of using medicines is considered to be more likely to be possible, it can be used during breastfeeding.

Per-Direction: If there is excessive sensitivity to the functional material.

Side effect: Butamirate cetrate is very tolerable. Sometimes the rash, vomiting, dizziness reports have been found. These responses are removed when the levels decline or the use of medicines.

উপাদান : বিউটামিরেট সাইট্রেট আইএনএন ৫০ মি.গ্রা.সাসটেইনড্‌ রিলিজ ট্যাবলেট।

নির্দেশনা : বিউটামিরেট সাইট্রেট শুষ্ক কফ (নন-প্রোডাক্টিভ) থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয়। সামপ্রতিক কোন ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে। শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরোধে এবং ব্রোংকোস্কোপিতেও বিউটামিরেট সাইট্রেট নির্দেশিত।

মাত্রা ও সেবন বিধি : বিউটামিরেট সাইট্রেট ট্যাবলেট: ১২ বছরের বেশী বয়স্কদের জন্য: প্রতিদিন ১-২টি ট্যাবলেট। বয়স্কদের জন্য: ২-৩ টি ট্যাবলেট ৮-১২ ঘন্টার ব্যবধানে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : বিউটামিরেট সাইট্রেট গর্ভাবস্থায় প্রথম তিনমাস ব্যবহার করা যাবে না। গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে। যেহেতু বুকের দুধে কার্যকরী উপাদানের নিঃসণের উপর কোন তথ্য পাওয়া যায়নি। সেহেতু ওষুধ ব্যবহারে প্রত্যাশিত সুবিধা সম্ভাব্য ঝুঁকি হতে অধিকতর বিবেচিত হলে স্তন্যদানকালে ব্যবহার করা যেতে পারে।

প্রতি - নির্দেশনা : কার্যকরী উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে।

পার্শ্ব প্রতিক্রিয়া : বিউটামিরেট সাইট্রেট খুবই সহনীয়। কখনও কখনও ফুসকুড়ি, বমি বমি ভাব, ঝাপসাভাব এর রিপোর্ট পাওয়া গেছে। মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে এ সকল প্রতিক্রিয়া দূরীভূত হয়।

Post a Comment

0 Comments

advertisement

advertisement