#Post ADS3

advertisement

ব্রোমোক্রিপটিন ২.৫ মি.গ্রা,Bromocriptin 2.5 mg.



Ingredients: Bromocriptin 2.5 mg.


Instructions: Hyperacticemia and related problems: including ammonaria but with or without galactoria, infertility or hypogonadism. Prolactin emitting Adenomas: When adenectomy occurs, braomocryptin missile therapy is given. Braomocryptin is used in the use of tumor weight loss before surgery.

Akromese:
Parkinson's Patient: Idiopathic or post-encephalitic Parkinson's disease: Together with liverdoopers (with or without peripheral decerboxylase).

Dimensions and Usage: Normal: Bromopyripin should be taken with food. To determine the lowest level of therapeutic response to the body, the patient should be regularly monitored while increasing the level.
Hyperprolactine instructions: Primary level is 0.5 mg. From 2.5mg Medicines
Additional 2.5 mg to get a rosy response Treatment can be done every 2 to 7 days if patient is tolerable in the body. There is very little data in 11-15 years but their initial level is 0.5 mg daily. From 2.5mg The level of fever can be increased in response to the medication. Diminutive painting of pedal adenomas is 2.5 mg for infant patients. To 10mg ..

Acromegaly: The initial follow-up level is 0.5 mg. From 2.5mg Which will be eaten with food for 3 days. Extra 0.5 mg From 2.5mg It can be added after every 3 to 7 days until the patient receives adequate and highest therapeutic benefits. Patients need to be tested every month and change the level of growth hormone downtime and clinical responces. For most patients, therapeutic levels of braomocryptin missilets are usually 20-30 mg daily. Restricted to. The highest level is 100 mg daily Can not cross over.

The primary principle of Parkinson's Disease Missile Therapies is to start treatment with low levels and gradually increase the daily levels for each patient, until the highest therapeutic response is observed. If possible in the beginning of the therapy, the level of liveropodera monitoring should be kept. Primary level of bromopyripin missile 2.5 mg. It should be adjusted in two weeks interval. Daily 2.5 mg per 14-28 days a day. The levels can be increased. Daily maximum 100 mg Safe usage of more than that is not established.

Side effects: The side effects tend to be slightly higher. But they are usually medium-sized. These are (in the order of downward trend): nausea, headache, head rotation, head lightening, vomiting, abdominal cramps, nose closing, diarrhea and shimmery. The side effects tend to be temporarily reduced if the level is 0.5 mg. It is possible to determine. Excessive availability of urine, nitrogen, SG, TG, SGT, GGPC, Alkaline phosphatease and uric acid are found in the laboratory. However, they are usually in dormant conditions which do not have clinical significance.

Use during pregnancy and breastfeeding: Category-B during pregnancy. Bromopyripin missile should not be used later on delivery.

Use for Children: The safe use and effectiveness of
Bromocriptin 2.5 mg.
 for the treatment of pituitary adenomas, which emit prolactin, from the age of 16, has been established. There is no data available for children under 8 years of use of Bromocriptin.

Instructions: If there is sensitivity to uncontrolled hypertension and "Argott alkaloids", patients who have been cured for hyperprolactinemia have to stop using Bromocriptin if they are pregnant. Post-natal periods have a history of coronary artery disease and other over-the-counter cardiovascular complications.

Response with other drugs: Dopamine antagonist, bacteriophenones and others
Some ingredients: phenothagazine, haloperide, metoclopride, pimozide may reduce the effect of bromopyripin. Bromocriptin and "Arguit alkaloids" should not be used together.

উপাদান : ব্রোমোক্রিপটিন ২.৫ মি.গ্রা. মিসাইলেট

নির্দেশনা : হাইপার প্রোল্যাকটিনেমিয়া এবং এ সংক্রান্ত সমস্যায়: এমোনোরিয়া সহ কিন্তু গ্যালাকটোরিয়া সহ বা ছাড়া, বন্ধ্যাত্ব বা হাইপোগোনাডিজ্‌ম। প্রোল্যাকটিন নিঃসরণকারী এডেনোমাস: যখন এডেনেকটোমি করা হয় তখন ব্রোমোক্রিপটিন মিসাইলেট থেরাপি দেয়া হয়। ব্রোমোক্রিপটিন শল্য চিকিৎসার আগে টিউমারের ওজনহ্রাস করার কাজে ব্যবহার করা হয়।

এক্রোমেগালি:
পারকিনসন্স রোগী : ইডিওপ্যাথিক অথবা পোস্ট এনসেফালাইটিক পারকিনসনস রোগে: লিভোডোপার সাথে একত্রে (পেরিফেরাল ডিকার্বোক্সিলেজ সহ বা ছাড়া)।

মাত্রা ও ব্যবহারবিধি : সাধারণ: ব্রোমোক্রিপটিন খাবারের সাথে গ্রহণ করা উচিত। শরীরের থেরাপিউটিক সাড়া দেওয়ার মত সর্ব নিম্ন মাত্রা নির্ধারণ করতে রোগীকে মাত্রা বাড়ানোর সময় নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত।
হাইপারপ্রোল্যাকটিনেমিক নির্দেশনা সমূহে : প্রাথমিক মাত্রা ০.৫ মি.গ্রা. থেকে ২.৫ মি.গ্রা.। ওষুধের
আশাব্যাঞ্জক সাড়া পেতে অতিরিক্ত ২.৫ মি.গ্রা. প্রতি ২-৭ দিনে চিকিৎসায় আন্তর্ভূক্ত করা যেতে পারে যদি রোগীর শরীরে সহনীয় হয়। ১১-১৫ বছরের ক্ষেত্রে খুব কম উপাত্ত রয়েছে তবে তাদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা দৈনিক ০.৫ মি.গ্রা. থেকে ২.৫ মি.গ্রা.। ওষুধের আশাব্যাঞ্জক সাড়া পেতে মাত্রা বাড়ানো যেতে পারে। প্রোল্যাকটিন নিঃসরণকারী পিটুইটারী এডেনোমাসের শিশু রোগীদের ক্ষেত্রে মাত্রা ২.৫ মি.গ্রা. থেকে ১০ মি.গ্রা.।

এক্রোমেগালি : প্রাথমিক অনুসরণীয় মাত্রা ০.৫ মি.গ্রা. থেকে ২.৫ মি.গ্রা. যা ৩ দিন খাবারের সাথে খেতে হবে। অতিরিক্ত ০.৫ মি.গ্রা. থেকে ২.৫ মি.গ্রা. প্রতি ৩ থেকে ৭ দিন পর পর যোগ করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত রোগী পর্যাপ্ত এবং সর্বোচ্চ থেরাপিউটিক উপকারিতা পাচ্ছে। রোগীদের প্রতি মাসে পরীক্ষা করতে হবে এবং গ্রোথ হরমোনের নিম্নগামীতা ও ক্লিনিক্যাল রেসপন্সের প্রেক্ষিতে মাত্রা পরিবর্তন করতে হবে। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে ব্রোমোক্রিপটিন মিসাইলেটের পর্যাপ্ত থেরাপিউটিক মাত্রা সাধারণত দৈনিক ২০-৩০ মি.গ্রা. এর মধ্যে সীমাবদ্ধ। সর্বোচ্চ মাত্রা দৈনিক ১০০ মি.গ্রা. এর বেশি অতিক্রম করতে পারবে না।

পারকিনসন্স ডিজিজ মিসাইলেট থেরাপির প্রাথমিক মূলমন্ত্র হচ্ছে কম মাত্রা দিয়ে চিকিৎসা শুরু করা এবং প্রতি রোগীর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে দৈনিক মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে যতদিন না পর্যন্ত সর্বোচ্চ থেরাপিউটিক রেসপন্স পরিলক্ষিত হচ্ছে। এ থেরাপির শুরুর সময় সম্ভব হলে লিভোডোপার মাত্রা পর্যবেক্ষণে রাখতে হবে। ব্রোমোক্রিপটিন মিসাইলেটের প্রাথমিক মাত্রা ২.৫ মি.গ্রা.। দুই সপ্তাহ অন্তর অন্তর মাত্রা সমন্বয় করা উচিত। প্রতি ১৪-২৮ দিন অন্তর দৈনিক ২.৫ মি.গ্রা. মাত্রা বাড়ানো যেতে পারে। দৈনিক সর্বোচ্চ ১০০ মি.গ্রা. এর বেশি মাত্রার নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া : পার্শ্ব প্রতিক্রিয়ার প্রবণতা একটু বেশি। তবে এগুলো সাধারণত মাঝারি মাত্রার হয়ে থাকে। এগুলো হচ্ছে (নিম্নগামী প্রবণতার ক্রমানুসারে): বমি বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরানো, মাথা হালকা হয়ে যাওয়া, বমি, পেট মোচড়ানো, নাক বন্ধ হয়ে যাওয়া, ডায়রিয়া এবং ঝিমুনি। পার্শ্ব প্রতিক্রিয়ার প্রবণতা অস্থায়ীভাবে কমানো সম্ভব যদি মাত্রা ০.৫ মি.গ্রা. নির্ধারণ করা সম্ভব হয়। পরীক্ষাগারে পরীক্ষা করলে রক্তে ইউরিয়া, নাইট্রোজেন, এস জি ও টি, এস জি ও টি, জি জি পি টি সি পিকে, অ্যালকালাইন ফসফেটেজ এবং ইউরিক এসিডের বাড়তি অস্তিত্ব পাওয়া যায়। তবে এগুলো সাধারণত সুপ্ত অবস্থায় থাকে যার ক্লিনিক্যাল গুরুত্ব নেই বললেই চলে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় ক্যাটাগরি-বি। প্রসব পরবর্তী সময়ে ব্রোমোক্রিপটিন মিসাইলেট ব্যবহার করা উচিত নয়।

শিশুদের ক্ষেত্রে ব্যবহারবিধি : ১৬ বছর থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত প্রোল্যাকটিন নিঃসরণকারী পিটুইটারী এডেনোমাস এর চিকিৎসার জন্য ব্রোমোক্রিপটিন এর নিরাপদ ব্যবহার ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়েছে। ৮ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্রোমোক্রিপটিন এর ব্যবহার সংক্রান্ত কোন উপাত্ত এখনো পাওয়া যায়নি।

প্রতি নির্দেশনা : অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং “আরগট অ্যালকালয়েডস” -এর প্রতি সংবেদনশীলতা থাকলে, যেসব রোগী হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এর জন্য চিকিৎসারত তাদের গর্ভধারণ নিশ্চিত হলে ব্রোমোক্রিপটিন ব্যবহার বন্ধ করে দিতে হবে। প্রসব পরবর্তী সময় যাদের করোনারী আর্টারী ডিজিজ এবং অন্যান্য মাত্রাতিরিক্ত হৃদরোগজনিত জটিলতার ইতিহাস আছে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ডোপামিন এন্টাগোনিস্ট, বিউটাইরোফেনোন্স এবং অন্য
কিছু উপাদান: ফিনোথায়াজিন, হ্যালোপেরিডল, মেটোক্লোপ্রামাইড, পিমোজাইড ব্রোমোক্রিপটিন  এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ব্রোমোক্রিপটিন এবং “আরগট অ্যালকালয়েডস” এক সাথে ব্যবহার করা উচিত নয়।

Post a Comment

0 Comments

advertisement

advertisement