উপাদান : মেগালড্রেট ইউএসপি ৪৮০ মি.গ্রা. ও সিমেথিকন ইউএসপি ২০ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনসন।
নির্দেশনা : অম্লাধিক্য, গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রাইটিস, বুকজ্বালা, বদহজম, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। এছাড়া পেট ফাঁপা, পেট ফোলা এবং খাদ্যনালীতে বায়ুজনিত ব্যথারোধে নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি : মেগালড্রেট ও সিমেথিকন ১-৪ টি চুষে খাওয়ার ট্যাবলেট, আহারের ২০-৬০ মিনিট পরে এবং রাতে ঘুমানোর আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
মেগালড্রেট ও সিমেথিকন সাসপেনসন: ২-৪ চা-চামচ, আহারের ২০-৬০ মিনিট পরে এবং রাতে ঘুমানোর আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতি নির্দেশনা : রুদ্ধ আন্ত্রিকনালী, বৃক্কীয় অকার্যকারিতা, এপেন্ডিসাইটিস, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, এ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও সিমেথিকন এর প্রতি অতিসংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়া : কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, অন্ত্রে ব্যথা।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : প্রেগন্যান্সি ক্যাটাগরি-সি, তাই গর্ভাবস্থায় প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। দীর্ঘদিন উচ্চ মাত্রায় সেবন পরিহার করা উচিত। শিশুদের ক্ষেত্রে যথাযথ রোগ নিরুপণ না হওয়া পর্যন্ত ৬ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়