উপাদান : লিভোসালবিউটামল ১ মি.গ্রা. ও ২ মি.গ্রা. ট্যাবলেট এবং ১ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।
নির্দেশনা : রিভার্সিবল অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে এমন- প্রাপ্তবয়স্ক ও ৬ বছর বা তদুর্ধ্বো শিশুদের ব্রঙ্কোস্পাজম-এর চিকিৎসায় অথবা প্রতিরোধে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : ট্যাবলেট- প্রাপ্তবয়স্ক ও যাদের বয়স ১২ বছরের উর্ধ্বে: ১-২ মি.গ্রা. দিনে ৩ বার। শিশু (৬-১১ বছর)- ১ মি.গ্রা. দিনে ৩ বার। সিরাপপ্রাপ্তবয় স্ক: ৫-১০ মি.লি. দিনে ৩ বার। শিশু (৬-১১ বছর): ৫ মি.লি. দিনে ৩ বার।
পার্শ্ব – প্রতিক্রিয়া : হাইপোক্যালেমিয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অস্থিপেশীর সূক্ষ্ম কাঁপুনী, মাংসপেশীর খিঁচুনী, বমি ভাব, বমি, বুক জ্বালাপোড়া বা পেটের উপরিভাগে ব্যথা, ডায়রিয়া, স্নায়ুবিক দূর্বলতা, মাথা ব্যথা, মাথা ঝিম্ ঝিম্ ভাব, অবসাদ এবং ঘুম ঘুম ভাব।
প্রতি নির্দেশনা : এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : সিমপ্যাথোমিমেটিক ব্রংকোডাইলেটরস অথবা ইপিনেফ্রিন।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : প্রত্যাশিত সুফলের মাত্রা, ভ্রুনের ক্ষতির সম্ভাবনা থেকে বেশী প্রয়োজনীয় বলে বিবেচিত হলেই কেবল গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত।