স্ত্রী সহবাসের নিয়ম / সহবাসের আগে ও পরে করনীয় / সহবাসের উত্তম সময়
আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবে স্ত্রীর সহবাসের নিয়ম, সহবাসের আগে ও পরে করণীয় কি এবং সহবাসের উত্তম সময় । এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
প্রিয় পাঠক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব স্ত্রীর সহবাসের নিয়ম সহবাসের আগে ও পরে করনীয় কি সহবাস এর উত্তম সময় প্রত্যেকটি নারী-পুরুষদের জানা খুবই জরুরী। তাই আপনারা চলুন নিচে উল্লেখিত বিষয়গুলো জেনে নেই এই তথ্যগুলো সম্পর্কে।
সূচিপত্রঃ
- স্ত্রী সহবাসের নিয়ম জেনে নিন
- সহবাসের আগে ও পরে করনীয় কি জেনে নিন
- সহবাসের পরে যা হয় করণীয় কি জেনে নিন
- সহবাসের উত্তম সময় জেনে নিন
- স্ত্রীর স্তন মুখে নেওয়া যাবে কি জেনে নিন
স্ত্রী সহবাসের নিয়মঃ
স্ত্রী সহবাসের ইসলামের যা নিয়ম রয়েছে সেই নিয়ম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। স্ত্রীর সহবাসের অনেক নিয়ম রয়েছে কিন্তু আমি এখানে শুধু ইসলামের নিয়ম গুলি আলোচনা করো।
- স্ত্রীর সহবাসের সময় নিয়ত করা
- স্ত্রী সহবাসের সময় আদর সোহাগ করা
- স্ত্রী সহবাসের সময় সহবাসের পজিশন করা
- স্ত্রীর সহবাসের শুরুতে যে দোয়া পড়তে হয় সেটা জেনে নিন
- স্ত্রী সহবাস কিভাবে করলে হারাম হবে
- এবং স্ত্রীর সহবাসের নিষিদ্ধ সময় জেনে নিন
স্ত্রীর সহবাসের নিয়ত করাঃ
ইসলামের বিধি-বিধান এবং আরবিতে বলা হয় স্ত্রীর সহবাসের নিয়ম মনে মনে পড়তে হয়।
স্ত্রী সহবাসের সময় আদর সোহাগ করাঃ
মহান আল্লাহ তা'আলা স্ত্রীর সহবাসকে পবিত্র করে দিয়েছেন। ইসলামে সহবাসের সময় স্বামী-স্ত্রী একে অপরকে আদর করার কথা বলা হয়েছে । হাদিসে এই আদর আদর সোহাগ এর ব্যাপারে উৎসাহিত করা হয়।
স্বামী স্ত্রীর যৌন মিলনকে মধুর করতে যত উপায় আছে সবগুলো উপায় অবলম্বন করতে হবে। প্রচুর পরিমাণে স্ত্রীকে আদর করা এবং স্ত্রী কি স্বামীকে প্রচুর পরিমাণে আদর করা এটা হাদীসে রয়েছে এবং মহান আল্লাহ খুশি হন। দুজন দুজনকে যখন আদর সোহাগ করবে তখন মিলনের জন্য আগ্রহী করে তুলতে সাহায্য করবে।
স্ত্রী সহবাসের শুরুতে দোয়া করা । স্ত্রী সহবাসের নিয়ম
স্ত্রী সহবাসের সময় শয়তানরা অনেক ভাবেই হামলা করে থাকেন এবং বিরক্ত করে থাকেন এজন্য আপনাকে অবশ্যই স্ত্রী সহবাসের দোয়া পড়তে হবে। শয়তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই স্ত্রী সহবাসের দোয়া অবশ্যই পড়তে হবে। তাই আমরা চেষ্টা করব এটা পালন করার জন্য।
স্ত্রী সহবাসের আগে ও পরে করনীয় কি জেনে নিনঃ
- স্ত্রী সহবাসের আগে স্বামীর কিছু কর্তব্য রয়েছে যা আপনার সহবাসকে আগে তৃপ্তি দিতে হবে। সেসব বিষয় গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব।
কর্তব্যঃ
- নিজের তৃপ্তির সঙ্গে সঙ্গে তাকেও দৈহিক ও মানসিক তৃপ্তি দিতে হবে। নিজের কামনা পরিতৃপ্ত করাই একমাত্র লক্ষ্য হওয়া যাবে না।
- চুম্বন আলিঙ্গন নিউরন ইত্যাদি নানাভাবে স্ত্রীর মনে পূর্ণ জাগে তারপর তার সঙ্গে মিলনের রত হওয়া প্রতিটি পুরুষের কর্তব্য।
- একথা আপনাকে মনে রাখতে হবে যে, কোন প্রকার বল প্রয়োগ করা আদৌ বাঞ্ছনীয় নয়।
- প্রত্যেকটি মহিলাদের উচিত এবং কর্তব্য সর্বদা শ্রদ্ধা ভালোবাসা ছড়িয়ে দেওয়া।
- মহিলাদের ধীরে ধীরে আত্ম-সমর্পণ না করা পর্যন্ত তার সঙ্গে কখনো মিলনের তৃপ্তি হওয়া উচিত না।
- মহিলা কখনো নিজের যৌন উত্তেজনাকে মুখে প্রকাশ করেন না। তবে অনেক অনেকটা লক্ষ দেখে পুরুষদের বুঝে নিতে হয়।
- মহিলার কর্তব্য তার স্বামীর চুম্বন আলিঙ্গনের প্রতিউত্তর দেওয়া।
- প্রতি ঘৃণা করা তাকে নানা কু-কথা ইত্যাদি বলা ঠিক না। আপনি যদি মিলনের অমত থাকেন সেক্ষেত্রে তাকে বুঝিয়ে বলতে হবে। কখনো ঘৃণা বা বিরক্তি না হয়ে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন।
0 تعليقات