সহবাস নিয়ে কিছু কুসংস্কার ও ভুল ধারনা

 

সহবাস নিয়ে কিছু কুসংস্কার ও ভুল ধারনা

সহবাস নিয়ে আমাদের সমাজে কুসংস্কারের আর শেষ নেই। কিছু কিছু এমন সব কথা বলে শুনলে অবাগ হয়ে যায় মানুষ। ইসলামে স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম যেমন আছে তেমন নিষিদ্ধতাও আছে। কিন্তু সেটা না মেনে সমাজের মানুষ ভূল সব জিনিস নিয়ে বসবাস করছে। চলুন সেগুলো জেনে নেই।

  • – রাত্রি দ্বি-প্রহরের আগে বা দিনের বেলা সহবাস করা যাবে না।
  • – ফলগাছের নিচে সহবাস করা যাবে না।
  • – পূর্ব-পশ্চিম দিকে শুয়ে স্ত্রী সাথে সহবাস করা যাবে না।
  • – স্বপদোষ হলে গোসল না করে সহবাস করা যাবে না।
  • – বিভিন্ন পজিশনে সহবাস করা যাবে না।
  • – ভরা পেটে মানে খাবার খেয়ে এর পরে সহবাস করা যাবে না।
  • – উলঙ্গ হয়ে সহবাস করা যাবে না।
  • – বিদেশে যাওয়ার আগের রাতে স্ত্রীর সাথে যৌন মিলন করা যাবে না।
  • – স্ত্রীর যৌনাঙ্গে চেয়ে সহবাস করা যাবে না।
  • – চন্দ্র মাসের প্রথম ও পনের তারিখ রাতে সহবাস করা যাবে না।
  • – রবিবার ও বুধবার সহবাস করা যাবে না।
  • – সহবাসের পরে গোসল না করে কিছু স্পর্শ করা যাবে না।

এসমস্ত ভ্রান্ত ও কুসংস্কার মেনে চলার কোন যুক্তিকতা নেই। যে সকল কথা ইসলামে নেই সে সকল কথা আমরা কেন মানতে যাবো। ইসলামে সকল কিছুর সঠিক সমাধান দিয়ে দিয়েছে। তাই আমরা সব কিছুই ইসলামিক নিয়মে চালাবো। আল্লাহ আমাদের সকল প্রকার কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।

0 تعليقات

Advertisement 2

Advertisement 3

Advertisement 4