বীজেই বাড়ছে পুরুষত্ব, যৌনক্রিয়া সকল প্রাণীর শরীরের একটি বিশেষ মাধ্যম

 

যৌনতা, মানব জীবনের বিশেষ ক্রিয়া। যার মাধ্যমে নতুন প্রাণের সঞ্চার হয়। শুধু মানব জাতি বলেই নয়, যৌনক্রিয়া সকল প্রাণীর শরীরের একটি বিশেষ মাধ্যম। ঈশ্বরের এই অবাক সৃষ্টির ফলে দুনিয়ায় একাধিক প্রাণের সঞ্চার। তবে এই যৌনক্রিয়া পুরুষ এবং নারীর মধ্যে সংঘটিত হয়।


যাই হোক, মানুষের জীবনে যৌনক্রিয়ারও অনেক সাদৃশ্য রয়েছে। যে ব্যক্তির শরীরে ঠিকমতো জৈবিক বিবর্তন না হবে না, তাঁর জৈবিক ক্রিয়া কিছুতেই সুসম্পন্ন হবেনা। বিশেষ করে যৌনক্রিয়ার নানা সমস্যা নারী-পুরুষ দুজনের শরীরেই দেখা যায়। তবে পুরুষদের শরীরের যৌনক্রিয়া ঠিকঠাক আছে কিনা সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদিও যৌনতা নিয়ে আজও আমাদের দেশে অনেক লুকোছাপা রয়েছে! মানুষ ভুগলেও মুখ থেকে কথা বেরোবে না! এখনও ভারতবর্ষের বহু গ্রামাঞ্চলে যৌনক্রিয়া নিয়ে মানুষ ভুগলেও সেখানে সঠিক চিকিৎসার ব্যবস্থা নেই। কিন্তু মাথায় রাখবেন, সমস্যার কথা না বললে সমাধানও হবে না৷ পুরুষদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত জীবনযাপন কিংবা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে বন্ধ্যাত্ব বাড়ছে৷ আজ জানাবো এমন কিছু বীজের কথা, যা কিন্তু শুক্রাণুর পরিমাণ বাড়াতে সাহায্য করে৷


বীজেই বাড়ছে পুরুষত্ব, শুধু খেয়ে ফেলুন এইভাবে, ভাঙবে খাট!


১. শন বীজ বা ফ্ল্যাক্স সিড শুক্রাণু উৎপাদনের হার বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে৷


বীজেই বাড়ছে পুরুষত্ব, শুধু খেয়ে ফেলুন এইভাবে, ভাঙবে খাট!


২. চিয়া সিড৷ শুক্রাণুকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এর জুড়ি মেলা ভার৷


বীজেই বাড়ছে পুরুষত্ব, শুধু খেয়ে ফেলুন এইভাবে, ভাঙবে খাট!


৩. কুমড়োর বীজে রয়েছে প্রচুর জিঙ্ক৷ শুক্রাণু উৎপাদনের হার বাড়াতেও এর গুরুত্ব অপরিসীম৷


Disclaimer: তবে এই সমীক্ষার তথ্যকে চূড়ান্ত ধরে কোনও বড় সিদ্ধান্তে উপনীত হওয়া কখনওই কাম্য নয়।

0 Comments

Advertisement 2

Advertisement 3

Advertisement 4