#Post ADS3

advertisement

ঘষামাজা ছাড়াই সহজে পরিষ্কার করুন পুরোনো কড়াই, চকচক করবে নতুনের মতন ।। Health City Life

ঘষামাজা ছাড়াই সহজে পরিষ্কার করুন পুরোনো কড়াই, চকচক করবে নতুনের মতন ।। Health City Life

ঘষামাজা ছাড়াই সহজে পরিষ্কার করুন পুরোনো কড়াই, চকচক করবে নতুনের মতন ।। Health City Life

সুস্বাস্থ্যের জন্য বাড়ির জিনিসপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। আবার, রান্নাঘরে তৈরি খাবার খাদ্যরূপে গ্রহণ করা হয়। তাই, রান্নাঘরের জিনিসপত্রও পরিষ্কার থাকা বাধ্যতামূলক। কারণ, রান্নাঘরে ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার না থাকলে বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত পারেন খাদ্য গ্রহণকারীরা।

তবে, রান্না ঘরের জিনিসপত্র পরিষ্কার করতে গেলে ঘষা মাজার কারণে একটা সময় পরে সমস্ত জিনিসপত্রের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এই অবস্থায় রান্নাঘরে ব্যবহৃত জিনিসপত্র ঘষা মাজা না করেও পরিষ্কার করতে চাইলে এই প্রতিবেদনটি আপনার খুবই কাজে লাগতে পারে। এই প্রতিবেদনে এমন কিছু টিপস পেশ করা হয়েছে, যা ধাপে ধাপে অনুসরণ করলে খুব সহজেই রান্নায় ব্যবহৃত কড়াই পরিষ্কার করা যাবে, কোনোরকমের ঘষা মজা ছাড়াই।

কালো আবরণযুক্ত কড়াইটিকে প্রথমে একটি উনুনে বসাতে হবে। উনুনে বসানোর পরে আঁচ একদম হাই করে নিতে হবে। ৫-৭ মিনিট পরে দেখা যাবে যে, কড়াই থেকে প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে। প্রক্রিয়াটি এমন স্থানে করতে হবে, যেখানে ধোঁয়া অনায়াসে বাইরে চলে যেতে পারে। এই অবস্থায় কড়াইটিকে নামিয়ে নিলে চলবে না। প্রায় ২০ মিনিটের মতো পেরিয়ে গেলে দেখা যাবে যে, কড়াই থেকে ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে গেছে।


এরপরেই, লক্ষ্য করলে দেখা যাবে, কড়াইয়ে উপস্থিত কালচে আবরণ ছাইস্বরূপ আচরণ করছে। এই অবস্থায় উনুনে রাখা অবস্থাতেই মাঝে মধ্যে কড়াইটিকে শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছতে হবে। একটা সময় পরে দেখা যাবে, কড়াইয়ের উপরে থাকা কালো আবরণ দূর হয়ে গেছে এবং কড়াইটি পুরো পরিষ্কার হয়ে গেছে।

#ঘষামাজা ছাড়াই সহজে পরিষ্কার করুন পুরোনো কড়াই, চকচক করবে নতুনের মতন ।। Health City Life ঘষামাজা ছাড়াই সহজে পরিষ্কার করুন পুরোনো কড়াই, চকচক করবে নতুনের মতন ।। Health City Life ঘষামাজা ছাড়াই সহজে পরিষ্কার করুন পুরোনো কড়াই, চকচক করবে নতুনের মতন ঘষামাজা ছাড়াই সহজে পরিষ্কার করুন পুরোনো কড়াই, চকচক করবে নতুনের মতন

Post a Comment

0 Comments

advertisement

advertisement