একটা দুটো নয়, দেশে এখন মিলছে তিন তিনটে করোনা ভ্যাকসিন ৷ কোভিশিল্ড, কোভ্যাকসিন তো ছিলই ৷
আজ থেকে ভারতে যাত্রা শুরু করেছে রাশিয়ার স্পুটনিক ভি ৷ তিন ধরণের টিকার মধ্যে কোনটা নিরাপদ, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে আমজনতার মনে হাজারো প্রশ্ন ৷ জেনে নিন তিনটে টিকার মধ্যে পার্থক্য কোথায় ৷
কোভিশিল্ড : অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রেজেনেকা গবেষণা করে এই ভ্যাকসিন তৈরি করেছে ৷ ভারতে যার উৎপাদক হল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ৷ যার মধ্যে রয়েছে শিম্পাঞ্জিকে সংক্রমিত করতে পারা এডিনো ভাইরাস ৷ তবে এর থেকে বিপদ নেই ৷ স্পাইক প্রোটিনের জিন ডোপিংয়ে বানানো এটি ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে চিহ্নিত করবে ৷
কোভিশিল্ড : অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রেজেনেকা গবেষণা করে এই ভ্যাকসিন তৈরি করেছে ৷ ভারতে যার উৎপাদক হল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ৷ যার মধ্যে রয়েছে শিম্পাঞ্জিকে সংক্রমিত করতে পারা এডিনো ভাইরাস ৷ তবে এর থেকে বিপদ নেই ৷ স্পাইক প্রোটিনের জিন ডোপিংয়ে বানানো এটি ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে চিহ্নিত করবে ৷
ভ্যাকসিনের দুটি ডোজ 4 এবং 12 সপ্তাহের ব্যাবধানে দেওয়া হয় ৷ হাতের মাসলে পুশ করে টিকা নিতে হয় ৷ সরকারি হাসপাতালে এর দাম ডোজ প্রতি 300 টাকা ৷ বেসরকারি হাসপাতাল হলে পড়বে 600 টাকা প্রতি ডোজ
ভ্যাকসিনের দুটি ডোজ 4 এবং 12 সপ্তাহের ব্যাবধানে দেওয়া হয় ৷ হাতের মাসলে পুশ করে টিকা নিতে হয় ৷ সরকারি হাসপাতালে এর দাম ডোজ প্রতি 300 টাকা ৷ বেসরকারি হাসপাতাল হলে পড়বে 600 টাকা প্রতি ডোজ ৷
অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার আন্তর্জাতিক ট্রায়ালে এই ভ্যাকসিন 90 শতাংশ কার্যকর ৷ সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার দাবি, কোভিশিল্ডে কোনওরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই উৎপাদক সংস্থার দাবি ৷
অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার আন্তর্জাতিক ট্রায়ালে এই ভ্যাকসিন 90 শতাংশ কার্যকর ৷ সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার দাবি, কোভিশিল্ডে কোনওরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই উৎপাদক সংস্থার দাবি ৷
কোভ্যাকসিন : ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন নিষ্ক্রিয় অর্থাৎ মৃত করোনা ভাইরাস দিয়ে তৈরি ৷ দেহে থাকা করোনা ভাইরাসকে চিহ্নিত করে প্রতিরক্ষা গড়ে তোলে এই ভ্যাকসিন ৷ ট্রায়ালের পর যার কার্যকারিতা 81 শতাংশ ৷
কোভ্যাকসিন : ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন নিষ্ক্রিয় অর্থাৎ মৃত করোনা ভাইরাস দিয়ে তৈরি ৷ দেহে থাকা করোনা ভাইরাসকে চিহ্নিত করে প্রতিরক্ষা গড়ে তোলে এই ভ্যাকসিন ৷ ট্রায়ালের পর যার কার্যকারিতা 81 শতাংশ ৷
কোভ্যাকসিন হাতের মাসলে পুশ করে নিতে হয় ৷ যার দাম 600 টাকা প্রতি ডোজ ৷ এটি সরকারি হাসপাতালের জন্য ৷ বেসরকারি হাসপাতালে কোভ্যাকসিন নিতে হলে দাম পড়বে প্রতি ডোজ 1200 টাকা ৷
কোভ্যাকসিন হাতের মাসলে পুশ করে নিতে হয় ৷ যার দাম 600 টাকা প্রতি ডোজ ৷ এটি সরকারি হাসপাতালের জন্য ৷ বেসরকারি হাসপাতালে কোভ্যাকসিন নিতে হলে দাম পড়বে প্রতি ডোজ 1200 টাকা ৷
ল্যানসেট বলছে, কোভ্যাকসিন দুই ধরণের বুস্টার ব্যবহার করে ৷ ফলে বাকি নিস্ক্রিয় সার্স-কোভ-2 টিকার পরিবর্তে কোভ্যাকসিন বেশি কার্যকর প্রমাণিত হয়েছে ৷ চিনের দুটি কোম্পানি এই পদ্ধতিতে টিকা বানালেও তার মধ্যে একটি বুস্টার রয়েছে ৷
ল্যানসেট বলছে, কোভ্যাকসিন দুই ধরণের বুস্টার ব্যবহার করে ৷ ফলে বাকি নিস্ক্রিয় সার্স-কোভ-2 টিকার পরিবর্তে কোভ্যাকসিন বেশি কার্যকর প্রমাণিত হয়েছে ৷ চিনের দুটি কোম্পানি এই পদ্ধতিতে টিকা বানালেও তার মধ্যে একটি বুস্টার রয়েছে ৷
যদিও কোভিশিল্ডের সঙ্গে এর তুলনা চলে না ৷ দুটি টিকার মধ্যে কোনটি সব থেকে ভাল তা নিয়ে ইমিউন রেসপন্সের উপর গবেষণা চলছে ৷ তারপরই জানা যাবে ৷
যদিও কোভিশিল্ডের সঙ্গে এর তুলনা চলে না ৷ দুটি টিকার মধ্যে কোনটি সব থেকে ভাল তা নিয়ে ইমিউন রেসপন্সের উপর গবেষণা চলছে ৷ তারপরই জানা যাবে ৷
তবে করোনা ভাইরাসের নতুন মিউট্যান্টকে সামলাতে কোভিশিল্ডের থেকে কোভ্যাকসিন বেশি কার্যকর ৷ দুটি ভ্যাকসিনের ক্ষেত্রেই গ্রহীতাদের হালকা জ্বর, বমি, মাথা ঘোরা, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, ডায়েরিয়া, ইঞ্জেকশনের জায়গায় ব্যথা ইত্যাদী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে ৷ তবে এর গুরুতর বা দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া এখনও দেখা যায়নি ৷
তবে করোনা ভাইরাসের নতুন মিউট্যান্টকে সামলাতে কোভিশিল্ডের থেকে কোভ্যাকসিন বেশি কার্যকর ৷ দুটি ভ্যাকসিনের ক্ষেত্রেই গ্রহীতাদের হালকা জ্বর, বমি, মাথা ঘোরা, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, ডায়েরিয়া, ইঞ্জেকশনের জায়গায় ব্যথা ইত্যাদী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে ৷ তবে এর গুরুতর বা দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া এখনও দেখা যায়নি ৷
অনেকের প্রশ্ন, প্রথম ডোজ কোভ্যাকসিন নেওয়ার পর দ্বিতীয় ডোজ যদি কোভিশিল্ড নেওয়া হয় তাহলে কী হতে পারে ? চিকিৎসকরা বলছেন, এমনটা ভুলেও যেন না হয় ৷ কারণ দুটি টিকা দুই রকম ৷
অনেকের প্রশ্ন, প্রথম ডোজ কোভ্যাকসিন নেওয়ার পর দ্বিতীয় ডোজ যদি কোভিশিল্ড নেওয়া হয় তাহলে কী হতে পারে ? চিকিৎসকরা বলছেন, এমনটা ভুলেও যেন না হয় ৷ কারণ দুটি টিকা দুই রকম ৷
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে দুটি টিকার কার্যকারিতা ভিন্ন ৷ এর জন্য দুটি ডোজের মধ্যে একটি ভ্যাকসিনের একবার ফুল ডোজ দেওয়া হয় ৷ এক্ষেত্রে দুটি ডোজে আলাদা ভ্যাকসিন নিলে তার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে ৷ করোনা থেকেও রেহাই মিলবে না
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে দুটি টিকার কার্যকারিতা ভিন্ন ৷ এর জন্য দুটি ডোজের মধ্যে একটি ভ্যাকসিনের একবার ফুল ডোজ দেওয়া হয় ৷ এক্ষেত্রে দুটি ডোজে আলাদা ভ্যাকসিন নিলে তার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে ৷ করোনা থেকেও রেহাই মিলবে না ৷
এমন ভুল যেন না হয় সেজন্য কোউইন প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে ৷ যেখানে কোন কম্পানির টিকা কবে দেওয়া হয়েছে তার পুরো তথ্য থাকে
এমন ভুল যেন না হয় সেজন্য কোউইন প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে ৷ যেখানে কোন কম্পানির টিকা কবে দেওয়া হয়েছে তার পুরো তথ্য থাকে ৷
রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-র বরাত পেয়েছে হায়দরাবাদের বেসরকারি সংস্থা ড: রেড্ডিজ ল্যাবরেটরি ৷ করোনা ভাইরাস প্রতিরোধে এর কার্যকারিতা 91.6 শতাংশ ৷
রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-র বরাত পেয়েছে হায়দরাবাদের বেসরকারি সংস্থা ড: রেড্ডিজ ল্যাবরেটরি ৷ করোনা ভাইরাস প্রতিরোধে এর কার্যকারিতা 91.6 শতাংশ ৷
আগামী সপ্তাহ থেকে ভারতের বাজারে মিলবে স্পুটনিক ভি ৷ জিএসটি সহ এই টিকার দাম পড়বে 995 টাকা 40 পয়সা ৷ জুলাই থেকে দেশে স্পুটনিক ভি-র উৎপাদন তৈরি হবে ৷ তারপর এই টিকার দাম কমতে পারে
আগামী সপ্তাহ থেকে ভারতের বাজারে মিলবে স্পুটনিক ভি ৷ জিএসটি সহ এই টিকার দাম পড়বে 995 টাকা 40 পয়সা ৷ জুলাই থেকে দেশে স্পুটনিক ভি-র উৎপাদন তৈরি হবে ৷ তারপর এই টিকার দাম কমতে পারে ৷