1st Week Assignment Answer 2021 for Class 6,7,8,9

 

6th to 9th class 1st week assignment answers 2021

কোভিড-১৯ তথা করোনাভাইরাস এর মহামারীর কারণে সামাজিক সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মূল্যায়ন এর জন্য ২০২০ সালের ন্যায় ২০২১ সালেও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি শিক্ষার্থীদের নির্ধারিত কাজ বা এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১ম সপ্তাহের ১ম এস্যাইনমেন্ট পিডিএফ ও ওয়েবভার্সন দেওয়া হয়েছে। 

২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১ম সপ্তাহের ১ম এস্যাইনমেন্ট উত্তর

৬ষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহের এস্যাইনমেন্ট উত্তর:


বাংলা ২য় পত্র

৬ষ্ঠ শ্রেণির ২০২১ সালের প্রথম সপ্তাহের বাংলা ২য় পত্র এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশিকা
বিষয়ঃ বাংলা ব্যাকরণ, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং-০১

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: ভাষা ও বাংলা ভাষা (ব্যাকরণ);

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:
১.৫ ভাষার রূপ বৈচিত্র্য

(জ) সাধু ও চলিত ভাষা
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
১. নিচের রচনাংশটুকু চলিত রীতিতে রূপান্তর কর:

তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতাে একটি গাভি চাহিলেন। সেও ধবল রােগীর মতাে তাহাকে কিছুই দিলনা।

তখন স্বর্গীয়দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাক, তবে যেমন ছিলে আল্লাহ তােমাকেআবার তেমনি করিবেন।
তারপর স্বর্গীয়দূত পূর্বে যে অন্ধছিল, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি।

বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনাে উপায় নাই। যিনি তােমার চক্ষু ভালাে করিয়া দিয়াছেন, আমি তােমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি;

 

যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি।

উত্তর: লিংক

 

ইসলাম ও নৈতিক শিক্ষা

ষষ্ঠ শ্রেণির ২০২১ সালের প্রথম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশিকা
শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: প্রথম অধ্যায়: আকাইদ

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:
পাঠ- ১ (তাওহিদ);
পাঠ-২ (কালিমা তায়্যিবা);
পাঠ-৩ (কালিমা শাহাদাত);
পাঠ-৪ (ইমান মুজমাল);
পাঠ-৫ (আল আসমাউল হুসনা);
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
তােমার চারপাশের নানা নিদর্শন উল্লেখসহ কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের আলােকে আল্লাহ তায়ালার একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি কর।

নির্দেশনা:

তাওহিদ, কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের ধারণা বিষয় শিক্ষক মাতা পিতা/ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সাথে আলােচনা/ সহায়ক বই পুস্তক/ ইন্টারনেটের সহযােগিতা গ্রহণ;

 

উত্তর: লিংক

 

৭ম শ্রেণি ১ম সপ্তাহের এস্যাইনমেন্ট উত্তর:


বাংলা প্রথম

২০২১ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা প্রথম পত্রের এ্যাসাইনমেন্ট
শ্রেণি: ৭ম, বিষয়: বাংলা ১ম পত্র;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১;

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: গদ্য

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
যৌক্তিকতা নিরুপণ: নিচে উল্লিখিত অংশটি সাধুরীতিতে রচিত উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধর।

‘সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতােমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে;


উত্তর: লিংক

 

ইসলাম ও নৈতিক শিক্ষা

৭ম শ্রেণির ২০২১ শিক্ষাবর্ষে ১ম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ ১ম অধ্যায়

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ
পাঠ-১ (তাওহিদ)
পাঠ-২ (তাওহিদ নৈতিকতা)
পাঠ-৩ (কুফর)
পাঠ-৪ (শিরক)
পাঠ-৫ (ইমান মুফাস্সাল)
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

আমাদের চারপাশে সৃষ্টিজগতের মাঝে মহান আল্লাহর একত্ববাদের অসংখ্য নমুনা বিদ্যমান; বাস্তব উদাহরণসহ এককত্ববাদের প্রমাণ উল্লেখ করে একটি পােস্টার তৈরি কর।

উত্তর: লিংক

 

৮ম শ্রেণি ১ম সপ্তাহের এস্যাইনমেন্ট উত্তর:


বাংলা প্রথম পত্র

২০২১ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা প্রথম পত্রের এ্যাসাইনমেন্ট

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১;

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: গদ্য (গল্প)

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: ‘পড়ে পাওয়া; বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

কেস স্টাডি:

রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামি মােবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলােচনা করে।

তারা সিদ্ধান্ত নেয় যে, ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে, সেই ধাপসমূহের বর্ণনা;

নির্দেশনা:

১। পড়ে পাওয়া’ গল্পটি ভালাে করে পাঠ করবে এবং গল্পের বাদল, বিধু, সিধু, তিনুরা সততা ও বুদ্ধিমত্তার দ্বারা যেভাবে বাক্সটি প্রকৃত মালিককে ফেরত দিয়েছিল, সেই অভিজ্ঞতার আলােকে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে।

উত্তর : লিংক

ইসলাম ও নৈতিক শিক্ষা

৮ম শ্রেণির ২০২১ শিক্ষাবর্ষে প্রথম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: আকাইদ

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ
পাঠ-১ (ঈমান);
পাঠ- ২ (নিফাক);
পাঠ-৩ (আলআসমাউল হুসনা);
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ


মনে কর তােমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়, তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কী কী উদ্যোগ নিতে পারাে- এ সম্পর্কিত একটি কর্মপরিকলপনা তৈরি করাে।

সংকেত:

১। সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তার উল্লেখ;
২। উক্ত আচরণগুলাে কেন ক্ষতিকর তার ব্যাখ্যা;
৩। উক্ত বিষয়ের কুরআন ও হাদিসের উদ্ধৃতি;
৪। সহপাঠীর মুনাফিকী আচরণ দূর করার উপায়;
৫। সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তােমার পদক্ষেপ;

উত্তর : লিংক

 

৯ম শ্রেণি ১ম সপ্তাহের এস্যাইনমেন্ট উত্তর: বাংলা 

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ গদ্য (প্রবন্ধ);

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ বই পড়া (প্রমথ চৌধুরী);

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

অনুচ্ছেদ রচনা: ‘স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব

নির্দেশনা:

‘বই পড়া’ প্রবন্ধটির আলােকে শিক্ষার্থীরা অনুচ্ছেদটি রচনা করবে। প্রয়ােজনে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বই থেকে অনুচ্ছেদ লেখার নিয়ম অনুসরণ করবে।

উত্তর : লিংক

 

 বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ

প্রথম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উন্থান (১৯৪৭-১৯৭০)

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

১.১ বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন-৪
১.২ বাঙালি জাতীয়তাবাদে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা-৫
১.৩ সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ (১৯৫৮-৭০)-৯

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

১৯৫২, ১৯৬৬, ১৯৭০ সাল বাংলাদেশের ইতিহাস বিনির্মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময়। এর মাঝে কোন সালের ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অধিকতর প্রেরণা যুগিয়েছিল বলে তুমি মনে কর? যুক্তিসহ তােমার মতামত তুলে ধর।

নির্দেশনা:

১. উল্লিখিত সালগুলির সাথে সম্পর্কিত ঘটনাগুলি ধারাবাহিকভাবে উল্লেখ করবে।
২. যে ঘটনাটি মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে তা ব্যাখ্যা করবে।
৩. উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদর্শন করবে।
৪. নিজস্ব মতামত প্রদান করবে।

উত্তর : লিংক

 

 বিজ্ঞান 


শ্রেণি: ৯ম, বিভাগ: মানবিক ও ব্যবসায় শিক্ষা;

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: উন্নততর জীবনধারা

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

১.১ খাদ্য ও পুষ্টি;
১.১.১ শর্করা বা কার্বোহাইড্রেট;
১.১.২ আমিষ বা প্রােটিন;
১.১.৩ স্নেহ পদার্থ বা লিপিড;
১.৪.১ খাদ্য সংরক্ষণ;
১.৩.২ উন্নত জীবন যাপনের জন্য খাদ্য উপাদান বাছাই;
১.১.৪ খাদ্য প্রাণ বা ভিটামিন;
১.১.৫ খনিজ পদার্থ এবং পানি;
১.১.৬ রাফেজ বা আঁশ;
১.২ বডিমাস ইনডেক্স;
১.৪.২ খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া;
১.৫ তামাক ও ড্রগস;
১.৬ ড্রাগ আসক্তি;
১.৭ এইডস;
১.৮ স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

১। বৃহস্পতিবার প্রমার আম্মু চাল, ডাল, উদ্ভিজ্জভােজ্য তেল, সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন। বিকেলে প্রমা পেয়ারা খেতে খেতে তার আব্বকে বললাে যে কাল তারা বাইরে বেড়াতে যাবে এবং বাইরে খাবে।

কথামত শুক্রবারে তারা বাইরে গিয়ে দুপুরে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিংক এবং বিকেলে বার্গার খেলাে।

ক) প্রমার গৃহীত খাবারগুলাের মধ্যে কোন খাবারটি ভিটামিন E সমৃদ্ধ?
খ) উল্লেখিত খাবারগুলাের মধ্যে কোন খাবার উদ্ভিজ্জ উৎস ও কোন কোন খাবার প্রাণিজ উৎস থেকে পাওয়া তা ছকের মাধ্যমে দেখাও।
গ) বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড এঁকে উপস্থাপন কর।
ঘ) প্ৰমার স্বাস্থ্য রক্ষায় কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।


২। শিক্ষার্থী হিসেবে তােমার ২৪ ঘন্টার একটি রুটিন তৈরি কর এবং সেখানে নিম্নলিখিত বিষয়গুলাে উপস্থাপন কর।

ক) তিনবেলার খাবার, টিফিন ও বিকালের নাস্তা
খ) বিশ্রাম (ঘুম) ও শরীর চর্চা
গ) সারাদিনের কার্যাবলী (পড়ালেখা, ঘরের কাজ, বাইরের কাজ ইত্যাদি)
ঘ) খেলাধুলা (বাড়িতে)
ঙ) প্রার্থণা
চ) অবসর

নির্দেশনা:

পাঠ্যবইয়ের সহায়তা নিতে পারে;
চিত্র হাতে আঁকতে হবে;
সাদাকালাে বা রঙ্গিন যে কোনটি হতে পারে;
প্রতিটি বিষয় নির্বাচনের কারণ ব্যাখা করতে হবে;
দৈনিক রুটিন যাতে সার্বিক সুস্বাস্থ্যের সহায়ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে;

 

উত্তর : লিংক

 

Assignment

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2