Ingredients: Salmeterol ginafoet 25 micrograms / puff.
Instructions: In the case of asthma, a significant throttle in the 10-20 minutes of taking the single-dimensional inhaler works as an extension, and this effect remains 12 hours or more. Exercise-related asthma works for teenagers and adults as an effective preventive until 9-12 hours. Salmet improves the nightly peak expiratory flow rate and controls nightly asthma symptoms.
Dimensions and Usage Rules: (only used through respiratory tract) 50 micrograms (2 puffs / pressure) twice a day.
Warning and which can not be used: can not be used if it is too sensitive.
Side effects: Mild tremors, palpitations and headaches may occur in the gentle and temporal dimension.
Reaction with other drugs: Be careful with monoamine oxidase inhibitor and tricyclic depressive drugs.
Use during pregnancy and breastfeeding: Without the need for pregnancy and breastfeeding mothers, its use is not recommended.
উপাদান : সালমেটেরল জিনাফয়েট ২৫ মাইক্রোগ্রাম/ পাফ্।
নির্দেশনা : হাঁপানির ক্ষেত্রে সালমেটেরল ইনহেলার একক মাত্রায় গ্রহণের ১০-২০ মিনিটের মধ্যে তাৎপর্যপূর্ণ শ্বাসনালী প্রসারক হিসেবে কাজ করে এবং এই প্রভাব ১২ ঘণ্টা বা তারও বেশী সময় থাকে। ব্যায়াম-জনিত হাঁপানিতে ৯-১২ ঘণ্টা পর্যন্ত কার্যকর প্রতিরোধক হিসেবে কিশোর ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কাজ করে। সালমেট রাত্রিকালীন পিক্ এক্সপিরেটরী ফ্লো রেট-এর উন্নতি ঘটায় এবং রাত্রিকালীন হাঁপানির রোগ-লক্ষণ সমূহ নিয়ন্ত্রণ করে।
মাত্রা ও ব্যবহার বিধি : (শুধুমাত্র শ্বাসতন্ত্রের মাধ্যমে ব্যবহার্য) ৫০ মাইক্রোগ্রাম (২ পাফ/চাপ) করে দিনে ২ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : অতিসংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : মৃদু ও সাময়িকভাবে মাত্রা সম্পর্কিত মৃদু কাঁপুনি, বুক ধড়ফড় এবং মাথা ব্যথা দেখা দিতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : মনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর এবং ট্রাইসাইক্লিক বিষন্নতারোধী ওষুধ সমূহের সাথে সতর্কভাবে ব্যবহার করতে হবে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অতীব প্রয়োজন ছাড়া এর ব্যবহার সুপারিশকৃত নয়।
Tags:
Medicine