#Post ADS3

advertisement

Rupatadine, রুপাটাডিন

Material: Rupatadine Tablet: Rupatadine Fumarate INN, which is 10 mg of Rupatadine on each tablet. Equivalent to

Instructions:
 Rupatadine is directed for seminal and periodic allergic rhinitis and arterials.

Dosage: adult and 12 year old children and above: 10 mg. 1 or a day before or after eating.

Side effect: Zigzag, Headache, Dribble, Dryness, Obesity, Weakness.

Warning: Those who have increased QT interval should take caution in using Rupatadine. Those who have unhygienic hypocalmia, uninterrupted pro-arrhythmic conditions such as Clinical Breadcardia or Acute Myocardial Ischemia, have to be careful about using Rupatadine. In the case of elderly patients (65 years and above), they should take caution in using Ruppadine. This does not apply to those who have problems with kidney or liver function.

Use during pregnancy and breastfeeding: There is adequate and well-informed information for pregnant women. However, in pregnant and breastfeeding mothers, Ruppadine must be carefully used. It is not known whether Rupatadine is released from breast milk.

উপাদান : রুপাটাডিন ট্যাবলেট: প্রতিটি ট্যাবলেটে আছে রুপাটাডিন ফিউমারেট আইএনএন যা রুপাটাডিন ১০ মি.গ্রা. এর সমতুল্য।

নির্দেশনা : রুপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং আর্টিকারিয়া এর জন্য নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি : প্রাপ্ত বয়ষ্ক এবং ১২ বছর বয়সী শিশু ও এর উর্ধ্বে: ১০ মি.গ্রা. দিনে ১ বার খাওয়ার আগে অথবা পরে।

প্রতিনির্দেশনা : রুপাটাডিন অথবা এতে ব্যবহৃত অন্য যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।

পার্শ্ব প্রতিক্রিয়া : ঝিমুনি , মাথাব্যথা, মাথাঘোরা, শুষ্কমুখ, অবসাদ, দূর্বলতা।

সতর্কতা : যাদের QT ইন্টারভ্যাল বেড়ে যায় তাদের ক্ষেত্রে রুপাটাডিন সেবন করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। যে সকল রুগীর অসংশোধিত হাইপোক্যালামিয়া, নিরবিচ্ছিন্ন প্রোএরিদমেটিক অবস্থা যথা ক্লিনিক্যালি ব্রেডিকার্ডিয়া অথবা একিউট মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া আছে তাদের ক্ষেত্রে রুপাটাডিন সেবন করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। বৃদ্ধ রুগীদের (৬৫ বছর এবং তার চেয়ে বেশী) ক্ষেত্রে রুপাটাডিন সেবন করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। যে সকল রুগীর কিডনি অথবা যকৃত কার্যক্রমে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতীমায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। তবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে রুপাটাডিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। রুপাটাডিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি।

Post a Comment

0 Comments

advertisement

advertisement